প্রাথমিক টেট মামলায় পর্ষদ সভাপতিকে জরিমানা হাইকোর্টের, টাকা পাবেন মামলাকারীরা

২০১৪ সালের প্রাথমিক টেটে ছ’টি প্রশ্ন ভুল ছিল। সেই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নিজের আয় থেকে পর্ষদ সভাপতিকে ৩৮০,০০০ টাকা জরিমানা দিতে হবে। সেই হিসাবে ২০,০০০ টাকা করে পাবেন মোট ১৯ জন মামলাকারী।

আগেই ছ’টি প্রশ্নে ভুল থাকা নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন ২০১৪ সালের প্রাইমারি টেটের কয়েকজন প্রার্থী। সেই মামলায় হাইকোর্ট দিয়েছিল, কোনও পরীক্ষার্থী যদি সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে থাকেন, তাহলে তাঁদের নম্বর দিতে হবে। যদিও ওই পড়ুয়াদের এখনও নম্বর দেওয়া হয়নি বলে অভিযোগ। তা নিয়ে শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হাইকোর্ট জানতে চায়, কেন নির্দেশ সত্ত্বেও নম্বর দেওয়া হয়নি? পুরো বিষয়টিকে প্রার্থীদের হেনস্থা হিসেবে দেখা হয়েছে। সেই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে জরিমানা করেছে হাইকোর্ট। 

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ২০১৪ সালের প্রাথমিক টেটের ছ’টি প্রশ্নে ভুল ছিল। যে পরীক্ষার্থীরা সেই প্রশ্নগুলির উত্তর দিয়েছিলেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই নম্বর দেয়নি পর্ষদ। তার জেরে হেনস্থার শিকার হয়েছেন প্রার্থীরা। সেজন্য পর্ষদ সভাপতিকে জরিমানা করা হচ্ছে।https://www.youtube.com/embed/dhW6SNhezfs

উল্লেখ্য, তৃতীয় দফায় ক্ষমতায় এসেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এবার পুজোর আগে ২৪,৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। সেইসঙ্গে পুজোর পরে ৭,৫০০ জনের হাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগ করবে রাজ্য। আগামী বছর মার্চের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.