ফেসবুকে Justice for Sidharth Shukla পেজ, গুজব না ছড়ানোর আর্জি সিদ্ধার্থের মায়ের

বৃহস্পতিবার সকালে হঠাৎই খবর আসে হদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা। মাত্র ৪০ বছর বয়সে অভিনেতার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে শরীর খারাপ লাগায় একটা ওষুধ খেয়ে ঘুমোতে গিয়েছিলেন। আর তারপর সকালেই এই ঘটনা। অনেকেই সিদ্ধার্থের মৃত্যু অস্বাভাবিক বলে দাবি করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। এমনকী, এরমধ্যেই Justice for Sidharth Shukla পেজও খোলা হয়েছে। বলিউডের নেপোটিজমকে দোষ দিচ্ছে কেউ। কেউ বা দোষ দিচ্ছে সলমন খানকে। তাই সকলের উদ্দেশে আবেদন রাখলেন সিদ্ধার্থের মা। কোনও রকম গুজব না ছড়ানোর কথা বললেন তিনি। 

জানা গিয়েছে, সোমবার ১০.৩০ নাগাদ মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিদ্ধার্থকে। কিন্তু ডাক্তাররা তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু, এমনটা মনে করা হচ্ছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যদিও প্রয়াত অভিনেতার মরদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। আজ সকলেই আসবে রিপোর্ট। ও তারপর দুপুরেই হবে অন্ত্যেষ্টি।ট্রেন্ডিং স্টোরিজ

বৃহস্পতিবার সকালে হঠাৎই খবর আসে হদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা। মাত্র ৪০ বছর বয়সে অভিনেতার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে শরীর খারাপ লাগায় একটা ওষুধ খেয়ে ঘুমোতে গিয়েছিলেন। আর তারপর সকালেই এই ঘটনা। অনেকেই সিদ্ধার্থের মৃত্যু অস্বাভাবিক বলে দাবি করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। এমনকী, এরমধ্যেই Justice for Sidharth Shukla পেজও খোলা হয়েছে। বলিউডের নেপোটিজমকে দোষ দিচ্ছে কেউ। কেউ বা দোষ দিচ্ছে সলমন খানকে। তাই সকলের উদ্দেশে আবেদন রাখলেন সিদ্ধার্থের মা। কোনও রকম গুজব না ছড়ানোর কথা বললেন তিনি। 

জানা গিয়েছে, সোমবার ১০.৩০ নাগাদ মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিদ্ধার্থকে। কিন্তু ডাক্তাররা তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু, এমনটা মনে করা হচ্ছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যদিও প্রয়াত অভিনেতার মরদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। আজ সকলেই আসবে রিপোর্ট। ও তারপর দুপুরেই হবে অন্ত্যেষ্টি। |#+|

মুম্বই পুলিশের তরফে অভিনেতার পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। আর তখনই সিদ্ধার্থের মা জানিয়েছেন, তাঁর ছেলের মৃত্যুতে কোনও রহস্য নেই। ‘অস্বাভাবিক’ বা ‘মানসিক অবসাদ’-এর মতো শব্দও এক্ষেত্রে প্রযোজ্য নয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যানেদের কোনও রকম গুজব না ছড়ানোর আর্জি করেছেন তিনি। 

‘বিগ বস’ দিয়ে সকলের মন যেন আরও বেশি করে কেড়েনিয়েছিলেন সিদ্ধার্থ। শহেনাজ গিলের সঙ্গে তাঁর জুটির রসায়ন ছিল সেই সিজনের অন্যতম আকর্ষণ। তারপর থেকে বহুবার একসঙ্গে পাওয়া গিয়েছিল তাঁদের। নিজেদের প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছিল ‘সিডনাজ’ জুটি। আর সেই জুটির এভাবে ভেঙে যাওয়া মানতে পারছেন না অনেকেই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.