চার তলা বাড়ি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা মুম্বইতে৷ মুম্বইয়ের ডোঙ্গরি এলাকায় চারতলা বাড়িটি আচমকাই ভেঙে পড়ে৷ ইতিমধ্যেই ২০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ বেশ কয়েকমাস ধরেই বাড়িটি বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা৷
উদ্ধারকাজ শুরু হয় সকালেই৷ এনডিআরএফের পাঁচ নম্বর ব্যাটেলিয়ানের দুটি টিম কাজ শুরু করেছে৷ বৃহন্মুব্মই পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এই এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল মহারাষ্ট্র হাউজিং অ্যাণ্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি৷ অতিরিক্ত বৃষ্টির জন্যই বাড়িটি ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে৷
উদ্ধারকারীদের আশঙ্কা এখনও ৪০জনেরও বেশি মানুষ আটকে রয়েছেন ওই ভেঙে পড়ার বাড়ির তলায়৷ রাস্তা সরু হওয়ায় উদ্ধারকাজ প্রবল বাধার মুখে পড়েছে৷ দমকলের গাড়িগুলি ঢুকতে পারছে না বলে খবর৷ বলা হচ্ছে অন্তত ১৫টি পরিবার ওই বাড়িতে বাস করত৷ ফলে তাদের সবাই সেই বাড়ির ধংস্বস্তুপের তলায় চাপা পড়েছে৷ প্রাথমিক ভাবে এক শিশু সহ বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়৷
অল ইণ্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের বিধায়ক ওয়ারিস রহমান পাঠান জানান মহারাষ্ট্র সরকারের নূন্যতম নিরাপত্তা দিতে ব্যর্থ৷