ফের একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে সংক্রমণের হারও। তবে সামান্য কমেছে মৃত্যু। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টার রাজ্যের করোনা পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্যদপ্তরে।
বুধবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন বাংলার ৬৭৯ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। তবে কমেছে মৃত্যু। একদিনে করোনার বলি ১২ জন। তবে সামান্য কমেছে দৈনিক সুস্থতা। একদিনে করোনাকে জয় করে ঘরে ফিরেছেন বাংলার ৬৮১ জন। যা মঙ্গলবারের তুলনায় বেশকিছুটা বেশি।
দুই জেলার দৈনিক সংক্রমণ ফের ১০০ ছাড়িয়েছে। শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (১১৬)। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (১০৬)। চিন্তা বাড়িয়ে তৃতীয় স্থানে রয়েছে নদিয়া (৫৩)। সবমিলিয়ে এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৪৯ হাজার ২৮৩ জন। দৈনিক সংক্রমিতের সংখ্যার পাশাপাশি বেড়েছে পজিটিভিটি রেট (Positivity Rate) বা সংক্রমণের হার। এদিন রাজ্যের সংক্রমণের হার দাঁড়িয়েছে ১.৭৮ শতাংশ। দেশে যখন চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ, ঠিক তখনই রাজ্যে সংক্রমণের হার ফের বৃদ্ধি পাওয়ায় চিন্তায় স্বাস্থ্যদপ্তর।