সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার vested property গুলোতে গড়ে উঠছে অসংখ্য মসজিদ, মাদ্রাসার সংখ্যা গোনা যাচ্ছে না। এবং এই vested property বহু স্থানে দেবত্র সম্পত্তি ছিল।
Covid-19 – এর দরুণ স্কুল, সরকারী মাদ্রাসা বন্ধ হয়ে গেলেও ঈমানী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য খারিজি মাদ্রাসার দুয়ার খোলা, এটি ঐসলামিক সমাজের অসাধারণ কৃতিত্ব যে তাঁরা রাষ্ট্র নির্ভর নন এবং নিজেদের পথ নির্মাণ করতে নিজেরাই সক্ষম।
অপর পক্ষে, টোল – চতুষ্পাঠী – পাঠশালা – বিদ্যালয় বন্ধ করে হিন্দু সমাজ রাষ্ট্রের মুখাপেক্ষী। এখন সরকারী নির্দেশানুযায়ী তাও বন্ধ অর্থাৎ হিন্দুর সন্তান হোক মূর্খ।
অন্যদিকে পশ্চিমবঙ্গে বাঙ্গালী হিন্দুর ভোটের আশীর্বাদ প্রাপ্ত বিজেপি থেকে তৃণমূলে বিধায়কদের গমন অব্যাহত। হিন্দুর ক্রমাগত সর্বনাশ নিয়ে কারুর কোন বক্তব্য নেই (এখনও পর্যন্ত)। এবং কাল যে এই মৌনতার কোন পরিবর্তন হবে তার আশা সুদূর পরাহত।….
কি বলেন?
অনিমিত্র