রাজ্যের নতুন ডিজি হিসাবে দায়িত্ব নিলেন মনোজ মালব্য। মঙ্গলবার ডিজি হিসাবে কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বীরেন্দ্রর। ফলে সেপ্টেম্বরের শুরু থেকে কাউকে ডিজি হিসাবে দায়িত্ব নিতে হত। সেইমতো মঙ্গলবার বিকেলে নতুন ডিজি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন মনোজ মালব্য।
নিয়ম অনুযায়ী, কেন্দ্রের অনুমোদন নিয়ে ডিজি নিয়োগ করে রাজ্যই। বীরেন্দ্রর অবসরের সময় এগিয়ে আসতেই চলতি মাসের মাঝামাঝি সময়ে রাজ্যের তরফে ৬টি নামের প্রস্তাব পাঠানো হয়। সেই ৬টি নামের মধ্যে মনোজ মালব্য যেমন ছিলেন, তেমনি ছিলেন সুমনবালা সাহু, নীরজ নয়ন পাণ্ডে, অধীর শর্মী, গঙ্গেশ্বর সিং ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক বিবেক সহায়। প্রথমদিকে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও সবুজ সংকেত না মেলায় বিষয়টি দোলাচলে ছিল। কিন্তু এদিন বিকেলের দিকে জানা যায়, মনোজ মালব্যই নতুন ডিজি হিসাবে দায়িত্ব নিচ্ছেন।ট্রেন্ডিং স্টোরিজ
উল্লেখ্য, ১৯৮৬ সালের আইপিএস ব্যাচের অফিসার ছিলেন মনোজ মালব্য। বেশ কয়েক বছর ধরে ডিজি, আইডিপি (অর্গানাইজেশন)–এর দায়িত্ব সামলে আসছিলেন তিনি। বেশ কিছু ধরেই তাঁকে নিয়েই গুঞ্জন চলছিল। তিনিই যে পরবর্তী ডিজি হিসাবে আসতে পারেন, সেই ধারনাই করা হচ্ছিল। শেষ পর্যন্ত প্রস্তাবিত অন্য পাঁচ জনকে পিছনে ফেলে নতুন দায়িত্ব বুঝে নিলেন মনোজ মালব্য।