দিনকয়েক আগে ইস্টবেঙ্গলের ডামাডোল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করেছিলেন। এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করলেন, মুখ্যমন্ত্রীর ‘অনুপ্রেরণায়’ আইএসএলে এসসি ইস্টবেঙ্গল ১১ নম্বরে শেষ করবে।
সোমবার মেদিনীপুরে প্রাতঃভ্রমণে যান দিলীপ। সেখানে কিছুক্ষণ খেলা দেখেন। পরে বলেন, ‘ওদিন হাত দিয়ে যাঁরা জীবনে প্রথমবার ফুটবল খেললেন, বাঙালি এখন পা দিয়ে ফুটবল খেলছেন না, হাত দিয়ে খেলছেন। আমরা তো রাস্তার উপর খেলতাম। এখন মঞ্চের উপর খেলছেন মন্ত্রীরা। এই ফুটবল দিয়ে তো আর বাংলার উন্নতি হবে না। ফুটবলের যা দুরাবস্থা, একটা ক্লাব ইস্টবেঙ্গল এখনও টিম তৈরি করতে পারেনি। গত বছর ১১ টি দলের ১০ নম্বর হয়েছিল। এবার ১১ নম্বর হবে। দিদির অবদান এটা। পিছনের দিকে এগিয়ে চল, পিছনের দিকে এগিয়ে চল। দিদির অনুপ্রেরণায় পিছনের দিকে এগিয়ে যাচ্ছেন।’ট্রেন্ডিং স্টোরিজ
দীর্ঘদিনের জট কাটাতে গত বুধবার নবান্নে শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর মমতা বলেন, ‘যেটা নিয়ে অনিশ্চয়তা চলছিল, (সেটা কেটে গিয়েছে)। আমিও খুব রেগে গিয়েছিলাম। আমি ওদের কাছে একটা অনুরোধ করেছিলাম।’ সঙ্গে জানিয়ে দেন, ইস্টবেঙ্গলের সমস্যা মিটে গিয়েছে। কেটে গিয়েছে জট। ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে। ‘খেলা হবে’।
পরে শ্রী সিমেন্টের এক কর্তা বলেন, ‘আমরাও চাই যে খেলা হোক। একটি মতভেদ ছিল। সেজন্য টার্মশিটের চুক্তি স্বাক্ষর করতে পারিনি। গত এক বছর ধরে এটা স্বাক্ষর করার চেষ্টা করছিলাম। কিন্তু হয়নি (এড়িয়ে গিয়ে কিছুটা)। আপনি যখন অনুরোধ করেছেন, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খেলবে। এবার আমরা আইএসএলে খেলব।’ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, ‘দিদিকে ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না। দিদি সবসময় আমাদের পাশে থাকেন। শুধু ইস্টবেঙ্গল ক্নাবের পাশে নয়, পুরো ময়দান, ক্রীড়া মহলের সঙ্গেই থাকেন।’