ইসলামাবাদের একটি নামজাদা ট্যুর ও ট্র্যাভেলস কোম্পানির সদর দফতর থেকে গায়েব হয়ে গেলো বহু আফগান নাগরিকের পাসপোর্ট যারা পাকিস্তান হয়ে ভারতে আসবার পরিকল্পনা করেছিলেন।
যেই সব আফগানদের পাসপোর্ট ও ভিসা খোয়া গিয়েছে , তারা ট্রাভেল ও ট্যুর কোম্পানির অফিস গিয়ে বিক্ষোভ দেখান ও তাঁদের পাসপোর্ট ও ভিসা ফেরত চান, কিন্তু কোনো সুরাহা হয় নি।
যদিও পাকিস্তান সরকার(Pakistan Government) সেই সব আফগানদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবে কি হবে জানা যাচ্ছে না।
তবে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি এর মধ্যে গভীর দুরভিসন্ধির গন্ধ পাচ্ছে। সূত্র বলছে এটা কোনো মামুলি চুরির ঘটনা নয়।
পাকিস্তানের ওই ট্যুর ও ট্র্যাভেলস কোম্পানিতে চুরি করিয়েছে বা নিজেই চুরি করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস আই(ISI)।
তাদের পরিকল্পনা হচ্ছে ভুয়ো পাসপোর্টের মাধ্যমে আফগান সাজিয়ে ভারতীয় ভিসা নিয়ে পাকিস্তান থেকে তালিবান যোদ্ধা পাচার করা ভারতে।
পরবর্তী পর্যায়ে এই তালিবানরা লস্কর , হরকতুল মুজাহিদীন সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাশ্মীরে যুদ্ধ চালাবে এই আশংকার ভিত্তিতে প্রবল সতর্কতা জারি করা হয়েছে দেশের বিভিন্ন মহলে ও প্রান্তে।
Summary: The mysterious disappearance of of passports of several Afghan nationals from the office of an esteemed tour and travels agency in Islamabad has given rise to suspicions among Indian security agencies that it might be the handiwork of ISI. Indian intelligence agencies fear that those passports were stolen to deny visas to Afghan nationals.
Many Afghan nationals protested in front of a well known travel and tour agency at Islamabad as they complained against their lost passport which were submitted to the said agency for getting visa for India.
Pakistan government assured full cooperation to the Afghan nationals regarding this matter.
According to Indian intelligence agencies, ISI has deliberately stolen those passports from the agency office and is contemplating to send Taliban mercenaries in India via false and duplicate passports made out of the stolen passports of Afghan nationals so that they can fight in Kashmir and other parts of India.
Already a red alert has been issued from the intelligence agencies to respective departments regarding this matter.