টিকা পেতে হয়রানির ছবিটা বদলে গিয়েছে এমনটা নয়। বালুরঘাট থেকে বসিরহাট এখনও টিকা পেতে ভোর রাত থেকে লাইন দিচ্ছেন আমজনতা। টিকার কুপন নেওয়ার জন্য রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হচ্ছে। এর সঙ্গেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় দিন গুনছেন বাসিন্দারা। সেকারণে বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতি কিছুটা সহজ করার চেষ্টা করছেন স্বাস্থ্য আধিকারিকরা। যেমন পূর্ব মেদিনীপুরের পরিস্থিতির দিকে একবার তাকানো যাক। ওই জেলার ১৮ বছরের উপর সকলকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসন ও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সচরাচর ১৮ বছরের উপর বয়স এমন সকলের নাম ভোটার তালিকায় সংযুক্ত থাকে। সেকারণে ভোটার তালিকা ধরেই টিকাকরণ নিশ্চিত করতে চাইছে স্বাস্থ্য দফতর। কীভাবে হবে এই কাজ?ট্রেন্ডিং স্টোরিজ
সূত্রের খবর, প্রতি এলাকায় বুথ ভিত্তিক টিকা পাওয়া ও না পাওয়াদের তালিকা তৈরি হচ্ছে। পুরসভার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও এই তালিকা তৈরি হবে। এরপর যাঁরা টিকা পাননি তাদের তালিকা ধরে বাড়ির কাছাকাছি শিবিরে আসার কথা বলা হবে। তবে এক্ষেত্রে কুপন বিলি না করে স্বাস্থ্যকর্মীরাই টিকাকরণের দিনক্ষণ জানিয়ে দেবেন। তমলুক পুরসভা এলাকাতেও এই তালিকা তৈরির কাজ চলছে। বর্তমানে ১২ বছর বয়স পর্যন্ত শিশুর মায়েদের ও সুপার স্প্রেডারদের টিকাকরণ চলছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, ভোটার তালিকা ধরে টিকা না পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরির পরিকল্পনা রয়েছে। প্রাথমিকবাবে শহর এলাকায় এই পদ্ধতিতে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে।