আফগানিস্তানে (Afghanistan)তালিবান (Taliban) শাসন শুরু হওয়ায় ওই দেশের শরণার্থীদের স্থান দেয়া নিয়ে কঠোর বেলজিয়াম(Belgium)।
বেলজিয়ামের অভ্যন্তরীন বিষয়ক মন্ত্রকের (Ministry of Internal Affairs) তরফে জানানো হয়েছে যে বেলজিয়াম ইতিমধ্যেই অনেক আফগান(Afgan) সহ মুসলিম(Muslim) শরণার্থী নিয়েছে বিভিন্ন সময় ও পর্যায়ে এবং এর ফলও ভুগতে হয়েছে বা হচ্ছে বেলজিয়ামকে।
বর্তমানের আফগানিস্তানের সমস্যা আবারো শরণার্থী সমস্যা তৈরী করবে বেলজিয়াম এ বলে আশংকা ব্যাক্ত করা হয়েছে বেলজিয়াম সরকারের পক্ষ থেকে।
এদিকে বেলজিয়ামের অভ্যন্তরীন বিষয়ক মন্ত্রী এনেলিস ভারলিনডেন (Minister of Internal Affairs, Annelies Verliden) জানিয়েছেন বেলজিয়ামে প্রচুর আফগান সহ মুসলিম শরণার্থী আছে যারা তালিবান বা বাকি ইসলামী মৌলবাদী শক্তিদের চেয়ে কিছু কম যায়না।
বেলজিয়ামে এসে এই আফগান সহ মুসলিম শরণার্থীরা একটি সভ্য জগৎ ও উন্নত শিক্ষা ও সমাজ ব্যবস্থা পেলেও তাদের মূল শিকড় থেকে বেরিয়ে আসতে পারেনি।
“আফগান শরণার্থীদের আমাদের দেশের ধর্ম , সভ্যতা ও সংস্কৃতি ও মানুষের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই এবং তাদের আচার , আচরণ , ব্যবহার অত্যন্ত বিপদজনক। তারা তালিবানদের মতোই অসহিষ্ণু এবং শুধু সুবিধে নিতে জানে ওরা দু’হাত পেতে,” ভারলিনডেন বলেন।
এদিকে বেলজিয়াম পুলিশ জানিয়েছে যে বিভিন্ন দেশের মুসলিম শরণার্থীরা ইতিমধ্যেই বেশ কয়েকটি নো-গো জোন(No Go Zone) বানিয়ে ফেলেছে এবং কয়েকশো জিহাদি হোয়াটস্যাপ গ্ৰুপ তৈরী হয়েছে যারা দিনরাত জিহাদ (jihad) নিয়ে আলাপালোচনা করে।
ইতিমধ্যেই মুসলিম শরণার্থীদের মধ্যে একটা বড়ো অংশ আফগান শরণার্থীরা বেলজিয়ামে শরিয়া আইন (Sharia Law) চালু করার জোরালো দাবি জানিয়েছে।