সাড়ে তিন দিনে শেষ লিডস টেস্ট। সেই হারের জ্বালা মেটার আগেই চোট রবীন্দ্র জাডেজার। হাঁটুর চোটের জন্য হাসপাতালে তিনি। পরের টেস্টে খেলতে পারবেন কি না তা স্পষ্ট নয় এখনও।
শনিবার ইনিংস এবং ৭৬ রানে হারে ভারত। চতুর্থ দিনে মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই ভারতের ইনিংস শেষ করে দেন অলি রবিনসনরা। তৃতীয় দিনে চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলী যে দাপট দেখিয়েছিলেন, চতুর্থ দিনে তা খুঁজেই পাওয়া গেল না। টেস্ট শেষ হওয়ার পর আরও খারাপ খবর অপেক্ষা করেছিল কোহলীদের জন্য। নেটমাধ্যমে হাসপাতলের পোশাক পরে ছবি পোস্ট করেন জাডেজা। নীচে লেখা, ‘খুব একটা ভাল জায়গা নয় এটা।’
টেস্টের দ্বিতীয় দিনে হাঁটুতে চোট পেয়েছিলেন জাডেজা। সেই চোট নিয়েই বাকি ম্যাচ খেলেন তিনি। সিরিজের প্রথম তিন ম্যাচেই খেলেছিলেন জাডেজা। ওভালে চতুর্থ টেস্ট শুরু ২ সেপ্টেম্বর। তার আগে সুস্থ হবেন কি না, সেই বিষয় এখনও ধোঁয়াশা রয়েছে।
সিরিজে ব্যাট হাতে প্রথম ম্যাচে রান পেলেও বল হাতে সেই ভাবে সাফল্য পাননি জাডেজা। পরের টেস্টে তিনি না খেললে মাঠে দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। বছরের শুরুতে অস্ট্রেলিয়া সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন জাডেজা। সেই চোটের জন্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারেননি তিনি।
01:20/02:20