India vs England 2021: সুনীল গাওস্করের পরামর্শ মানছেন না বিরাট কোহলী

লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংস ৭৬ রানে টেস্ট হারতেই সুনীল গাওস্কর ভারতীয় ব্যাটসম্যানদের একহাত নিয়েছিলেন। তাঁর মতে বাকি দুই টেস্টে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো উচিত। গাওস্করের এই পরামর্শ মানতে রাজি নন বিরাট কোহলী। ভারত অধিনায়কের দাবি, একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে মাঠে নামলে দলের ভারসাম্য নষ্ট হওয়ার সঙ্গে সাজঘরেও নেতিবাচক মানসিকতার আমদানি ঘটবে।

২ উইকেটে ২১৫ রান নিয়ে চতুর্থ দিন মাঠে নামলেও মধ্যাহ্নভোজের আগেই ২৭৮ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। মাত্র ৫৪ মিনিটে ৮ উইকেট হারায় ভারত। রান ওঠে ৬৩। দলের মিডল অর্ডার যে একেবারে ব্যর্থ, সেটা বারবার প্রকট হয়ে উঠছে। যদিও কোহলীর দাবি বিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়া তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে কোহলী কোনও রাখঢাক না করে বলেন, “আপনারা কি একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর কথা বলছেন? আমি এই নীতিতে একেবারেই বিশ্বাসী নই। কারণ আমার মতে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো মানেই ড্র-এর জন্য খেলতে হবে। আর সেটা না হলে ম্যাচ হারতে হবে। অতীতে এই নীতি নিয়ে ভারত অনেক টেস্ট ড্র করেছে। আমি এটা মানতে পারব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.