রাজ্যে ফের বাড়ানো হল করোনায় বিধিনিষেধের মেয়াদ। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকছে কোভিড বিধিনিষেধ। নবান্নের আগের নির্দেশ অনুযায়ী ৩১ অগাস্ট পর্যন্ত বিধিনিষেধ বহাল ছিল। তা আরও ১৫ দিনের জন্য বাড়ানো হল। তবে এবারও লোকাল ট্রেনে ছাড় দেওয়া হয়নি। চলবে স্টাফ স্পেশ্যাল ট্রেন।
আগের মতই রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বজায় থাকবে রাত্রিকালীন নিষেধাজ্ঞা। তবে নতুন কিছু ছাড় দিয়েছে রাজ্য সরকার। এবার থেকে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে শর্তসাপেক্ষে খোলা যাবে প্রতিযোগীতামূলক পরীক্ষার কোচিং সেন্টারগুলি। স্কুল বা কলেজ পড়ুয়াদের জন্য এখনই কোচিং চালু হচ্ছে না। অন্যদিকে কেন্দ্রের তরফে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে আগেই।
রাজ্যের ক্ষেত্রে এর আগেও করোনা সংক্রমণের বিধিনিষেধ ১৫ দিন বাড়িয়েছিল রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক বৈঠক করে সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, করোনার থার্ড ওয়েভের ঝুঁকি যেহেতু এখনও রয়েছে সেকারণে এখনও বিধিনিষেধ বহাল থাকবে। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল।