আজ ও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হালকা ও মাঝারি ধরণের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও বেশ কয়েকটি জেলায়। যদিও সকাল থেকেই ভ্যাপসা গরম.এতে নাজেহাল হয়ে পড়ছে মানুষ। তবে বেলা হতেই ফের ভারী বৃষ্টির আশঙ্কা।
এদিকে উত্তরবঙ্গে ও দাপুটে বৃষ্টি চলবে,জানালো আলিপুর হাওয়া অফিস। মূলত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ সোমবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাকি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে আগামী কয়েকদিন তাপমাত্রার বিশাল কিছু পরিবর্তন হবে না বলেই জানান হয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার দক্ষিণবঙ্গের কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। এদিকে, মধ্যভারত এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার থেকে।তবে এখনই বৃষ্টির থেকে আমজনতার রেহাই নেই।