রোটেশন নীতির পক্ষে সওয়াল করে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে অন্ততপক্ষে একজোড়া রদবদলের দাবি জানালেন সলমন বাট। প্রাক্তন পাক অধিনায়কের স্পষ্ট মত, ভারতীয় ক্রিকেটাররা সারা বছরে এত বেশি পরিমাণে ক্রিকেট খেলেন, তাতে তাঁদের ক্লান্তি গ্রাস করাই স্বাভাবিক। অনেক সময় মন না চাইলে শরীরও সঙ্গে দেয় না। তার প্রভাব পড়ে পারফর্ম্যান্সে।
হেডিংলে টেস্টে ভারতীয় দলের পারফর্ম্যান্সে সেই ক্লান্তিরই ছাপ দেখতে পাচ্ছেন বাট। তাঁর মত, ভারত তাদের প্রথম একাদশে ঘুরিয়ে ফিরিয়ে ক্রিকেটারদের সুযোগ দিতে পারে। ভারতীয় দলে পর্যাপ্ত বিকল্প রয়েছে। পাক তারকার দাবি, ভারত অশ্বিন ও শার্দুলকে অনায়াসে সুযোগ করে দিতে পারে প্লেয়িং ইলেভেনে। একজন ব্যাটসম্যানকেও বদল করে দেখতে পারে।ট্রেন্ডিং স্টোরিজ
নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেন, ‘আমি মনে করি যে, টিম ইন্ডিয়ার উচিত ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া। ঠাসা ক্রীড়াসূচির জন্য ভারতীয় ক্রিকেটারদের প্রচুর ম্যাচ খেলতে হয়। যতই ভালো ক্রিকেটার অথবা পেশাদার খেলোয়াড় হোন না কেন, প্রচুর ম্যাচ খেলতে হলে ক্লান্তি আসা স্বাভাবিক। একজন মানুষ হিসেবে কখনও কখনও মনের সাড়া পাওয়া যায় না। যখন তাগিদটা কমে যায়, তখন পারফর্ম্যান্সেও খামতি চোখে পড়ে।’
বাট আরও বলেন, ‘ভবতে পারেন, ভারত সারা বছরে কী পরিমাণ ক্রিকেট খেলে! ভুলে যাওয়া উচিত নয়, ক্রীড়াসূচিতে বাধ সাধছিল বলে সম্প্রতি ওদের দু’টি দল গড়ে দ্বিতীয় দলকে শ্রীলঙ্কায় পাঠাতে হয়। ভারতীয় ক্রিকেটারদের দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। তবে ওদের দু-তিন জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো উচিত। শার্দুল ঠাকুর ও রবিচন্দ্রন অশ্বিন দলে ঢুকতে পারে। অন্য একজন ব্যাটসম্যানকেও খেলাতে পারে টিম ইন্ডিয়া।’