বিদেশে ভারতীয়দের ওপরে হামলা হলেও তদন্ত করবে এনআইএ, বিল পাস লোকসভায়

সন্ত্রাসবাদীর ধর্ম যাই হোক না কেন, সন্ত্রাসবাদকে নির্মূল করতেই হবে। সোমবার লোকসভায় এনআইএ সংশোধনী বিল নিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলে প্রস্তাব করা হয়েছে, এবার থেকে দেশের বাইরে কোনও ভারতীয় নাগরিক বা তাঁর সম্পত্তির ওপরে আক্রমণ হলেও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তদন্ত করবে। ওই বিল নিয়ে তুমুল বিতর্ক হয় লোকসভায়। বিরোধীরা বলেন, এনআইএ আরও শক্তিশালী হলে তার অপব্যবহার হওয়ার সমূহ সম্ভাবনা আছে। অমিত শাহ বলেন, এমন কোনও সম্ভাবনা নেই।

এর আগে বিজেপির সাংসদ সত্যপাল সিং যখন এনআইএ সংশোধনী বিল নিয়ে ভাষণ দিয়েছিলেন, তখন তাঁর বিরোধিতা করেন অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিনের আসাদুদ্দিন ওয়াইসি। এদিন অমিত শাহ বলেন, ওয়াইসি সাহেব, অন্যের কথা শোনা অভ্যাস করুন।

সন্ত্রাসবাদ বিরোধী আইন পোটা নাকচ করার জন্য ইউপিএ সরকারের কড়া সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তথাকথিত অপব্যবহারের জন্য নয়, ভোট ব্যাঙ্ক বাঁচানোর জন্যই ওই আইন বাতিল করা হয়েছিল। তাঁর অভিযোগ, পোটা বাতিল হওয়ার পরেই সন্ত্রাসবাদী হামলা বেড়ে যায়। ২৬/১১-য় মুম্বই হানার পরেই ইউপিএ সরকার বাধ্য হয়ে এনআইএ তৈরি করেছিল।

প্রস্তাবিত আইনে সর্বদলীয় ঐকমত্য চান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসম্পর্কে যদি সংসদে মতবিরোধ থাকে তাহলে সন্ত্রাসবাদীদের সাহস বেড়ে যাবে। বিরোধীরা এর আগে বিলের সমালোচনা করে বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এনআইএ-কে শক্তিশালী করে তোলা হচ্ছে। কয়েকজন সাংসদ অভিযোগ করেন, সন্ত্রাসদমন আইনে বার বার এক নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে।

অমিত শাহ বলেন, একটা কথা পরিষ্কার করে বলা দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কোনও সম্প্রদায়কে টার্গেট করতে চায় না। আমাদের একমাত্র লক্ষ হল সন্ত্রাসবাদকে নির্মূল করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.