রাজ্যে সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এখনই করার দাবি নিয়ে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টে নাগাদ দিল্লিতে নির্বাচন সদনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা। থাকবেন সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, জহর সরকার, সাজদা আহমেদ ও মহুয়া মৈত্র।
নির্বাচন কমিশন সাত কেন্দ্রের উপনির্বাচন নিয়ে এখনও কোনো উচ্চবাচ্য করছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারেই উপ নির্বাচনের প্রসঙ্গ তুলে কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন। তাঁর বক্তব্য, রাজ্যের করোনা পরিস্থিতি বেশ ভাল। যে কোনও দিন উপনির্বাচনের জন্য ভোট নেওয়া যেতে পারে।
সাত কেন্দ্রের উপনির্বাচনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপাতত মুখ্যমন্ত্রী পদে থাকা না থাকা নির্ভর করছে। কারণ তাঁকে আগামী আর দু’মাসের মধ্যে বিধানসভার সদস্য হতে হবে। এই সাত কেন্দ্রে নির্বাচন ঝুলে থাকায় এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
আর পাঁচটা ক্ষেত্রের মতো এই ব্যাপারেও করোনার বিপদ ছাপিয়ে তৃণমূল-বিজেপি বিবাদই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। দিন দিন তীব্র হছে দু’দলের সংঘাত। গেরুয়া শিবির স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এখন উপনির্বাচন চায় না।
বিজেপি এই ব্যাপারে কোভিড মোকাবিলায় রাজ্য প্রশাসনের কিছু পদক্ষেপকে হাতিয়ায় করেছে। এখন ভোট করার বিরোধিতা করে তারা বলছে, করোনা যদি নিয়ন্ত্রণেই থাকবে তাহলে লোকাল ট্রেন চলার অনুমতি দেওয়া হচ্ছে না কেন? কেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হচ্ছে না।
এখন দেখার তৃণমূলের প্রতিনিধি দলকে কী বলে কমিশন। বাংলার শাসকদল এর আগে দিল্লি ও কলকাতায় কমিশনের দফতরে দু’বার দেখা করে উপনির্বাচন করার আর্জি জানিয়ে এসেছে।