যে সকল মানুষ “সহি ইসলাম” (অর্থাৎ সঠিক ইসলাম) এবং “সরিয়তি আইনের” ভয়ে আফগানিস্তান ত্যাগ করছে, তারা ইসলাম ত্যাগ করছে না কেন?
তারা “সহি ইসলাম”-এর প্রতিষ্ঠাতা “তালিবান” কে গালাগালি দেবে কিন্তু “সহি ইসলাম”-এর বিরুদ্ধে একটি কথাও বলবে না। এটাই মুসলমানদের দ্বিচারিতা।
আফগান মুসলমানরা ইরাক-সিরিয়া মতো উদ্বাস্তু বা শরণার্থী হয়ে বিভিন্ন দেশে ঢুকবে এবং এদের সঙ্গে বেশ কিছু তালিবানী উগ্রপন্থী উদ্বাস্তু সেজে সেই সব দেশে ঢুকবে এবং ফ্রান্স, সুইডেন অথবা বেলজিয়াম-এর মতো সন্ত্রাসবাদী হামলা চালাবে।
পৃথিবীর কোনো মুসলিম দেশ অথবা মুসলিম ধর্মগুরু বলেনি যে তালিবান সহি ইসলাম নয়। বরং তারা তালিবানের জয়ে আনন্দিত এবং উৎসাহিত।
এই মুহুর্তে সমগ্র পৃথিবীতে শুধুমাত্র একটি দেশের নীতি-আদর্শ এই রাক্ষস-কূলের থাবা থেকে সভ্য সমাজ কে রক্ষা করতে পারে।
না…. না…..
আমেরিকা, ইজরায়েল অথবা রাশিয়া নয়।
সেই দেশটি হলো পোল্যান্ড।
আজ পর্যন্ত পোল্যান্ডে কোনো সন্ত্রাসবাদী হামলা হয়নি।
কারণ???
পোল্যান্ডের কোনো সরকার আজ পর্যন্ত একটিও মুসলিম শরণার্থী কে তাদের দেশে ঢুকতে দেয়নি।
তাদের সরকার প্রকাশ্যে বলছে,
কোনও মুসলমান যদি ইসলামের ভয়ে নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে, তবে সে আগে ইসলাম ত্যাগ করুক।
পৃথিবীর সমস্ত অ-মুসলিম দেশের অবিলম্বে পোল্যান্ড কে অনুসরণ করা উচিত…।
(সংগৃহীত, কপি রাইট)