খ্রীষ্টানদের (Christian) দেখলেই গুলির নির্দেশ দেয়া হয়েছে তালিবদের , এই ক্ষেত্রে কাউকেই রেয়াত করা হবে না।
বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে বাড়ির মধ্যে যীশু খ্রিস্টের কোনো মূর্তি, ছবি অথবা ক্রস আছে কিনা। খ্রিস্টান ধর্মের নিদর্শন তা সে যীশুর অথবা মাতা মেরির(Mother Mary) প্রতিকৃতি হোক অথবা বাইবেলের বাণী কারো ল্যাপটপে (laptop)ও সেল ফোনে আছে কিনা তা জানতে চিরুনি তল্লাশি চলছে। খ্রীষ্টান হওয়ার ন্যূনতম প্রমান পেলেই গুলি করে হত্যার নির্দেশ দেয়া হয়েছে।
ফলে ভয়ে ও আতঙ্কে দিশাহারা আফগানিস্তানের খ্রীষ্টানরা, ইতিমধ্যেই অনেক খ্রীষ্টান প্রাণ হারিয়েছেন তালিবানদের হাতে।
এদিকে এই ঘটনায় খেপে আগুন প্রাক্তন সোভিয়েত কমিউনিস্ট ও রোমান ক্যাথলিক খ্রীষ্টান তথা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)।
পুতিনের সাফ কথা মুসলিমরা নিজেদের মধ্যে বার বার ঝামেলা করবে , শরণার্থী তৈরী করবে , তার পর খ্রীষ্টানদেশগুলোতে যাবে আশ্রয় নিতে এবং সেই খানে গিয়ে এবার নিজেরা জেহাদ করবে এটা কোনো মোটেই বরদাস্ত করা যাবেনা।
পুতিন এও জানিয়েছেন যে শরণার্থীর ছদ্মবেশে আফগান জিহাদীদের নিজেদের দেশে আশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই আসেনা বরং এবার মুসলিম দেশ গুলি মুসলিম শরণার্থীদের দায়িত্ব নিক। খ্রীষ্টানরা মানবিকতার খাতিরে যা করেছে মুসলিম শরণার্থীদের জন্য তা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।