দেশের রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য সুযোগ পাওয়া সত্ত্বেও টোকিও প্যারালিম্পিক্সে অংশ নেওয়া হচ্ছে না আফগান ক্রীড়াবিদদের। তা সত্ত্বেও গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে আফগানিস্তানের পতাকা। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক প্যারালিম্পিক্স সংস্থা।
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সভাপতি অ্যান্ড্রু পার্সন্স জানিয়েছেন, ঐক্যের প্রতীক হিসেবেই আফগানিস্তানের পকাতা তুলে ধরা হবে উদ্বোধনী মার্চ পাস্টে।ট্রেন্ডিং স্টোরিজ
আফগানিস্তানের কোনও প্রতিযোগী অংশ নিতে পারছেন না গেমসে। স্বাভাবিকভাবেই পতাকাবহন করার লোক নেই। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতিসংঘের উদ্বাস্তু কমিশনের কোনও এক প্রতিনিধি মঙ্গলবার ন্যাশনাল স্টেডিয়ামে বহন করবেন আফগানিস্তানের পতাকা।