রাজ্যে WBCS পরীক্ষার প্রশ্নপত্রে সরকারের প্রচারের অভিযোগ তুলে বিদ্বজ্জনদের নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এক টুইটে এই নিয়ে নিরব থাকায় বিদ্বজ্জনদের ‘ছদ্ম’ বলে কটাক্ষ করলেন তিনি।
এদিন এক টুইটে শুভেন্দু লেখেন, ‘UPSC পরীক্ষায় রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন আসায় মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এবার WBCS পরীক্ষায় সরকারের প্রকল্পের প্রচার নিয়ে ছদ্ম বুদ্ধিজীবীরা কী বলবেন?’ট্রেন্ডিং স্টোরিজ
রবিবার WBCS পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে নানা রকম প্রশ্ন আসে। বিজেপির দাবি, পরীক্ষার প্রশ্নপত্রেও সরকারি প্রকল্পের প্রচার করছে রাজ্য। তবে এই নিয়ে এখনো মুখ খুলতে শোনা যায়নি কোনও বুদ্ধিজীবীকে। যদিও UPSC পরীক্ষায় পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিলেন তাঁদের অনেকেই। বিজেপির প্রশ্ন, তাহলে কি বিরোধীদের ওপর আক্রমণ সমর্থন করেন সেই বুদ্ধিজীবীরা? মুক্তচিন্তা ও বাকস্বাধীনতা কেবলই শুকনো বুলি?