ধ্বংসাত্মক শক্তি যারা সন্ত্রাস ছড়িয়ে ক্ষমতা দখল করে তাদের সাম্রাজ্য কখনো চিরস্থায়ী হয় না। মানবতাকে কখনো দমিয়ে রাখা যায় না। টুইট করে তালিবানদের আফগানিস্তান দখল প্রসঙ্গে পরোক্ষে এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার তালিবানদের কাবুল দখলের পর থেকেই বিশ্বজুড়ে উদ্বেগের ঢেউ দেখা দিয়েছে। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সরাসরি কোনো মন্তব্য না করলেও শুক্রবার তিনি টুইটারে লেখেন, “ধ্বংসাত্মক শক্তি সন্ত্রাস ছড়িয়ে আতঙ্কের ভিত্তিতে সাম্রাজ্য খাড়া করে, তাদের আধিপত্য কিছুদিনের জন্য কায়েম হলেও কখনোই তা চিরস্থায়ী হয় না। এই ধ্বংসাত্মক শক্তি কখনো মানবতাকে দীর্ঘদিন দমিয়ে রাখতে পারবে না।”
আফগানিস্তানের তালিবান রাজত্ব শুরু হতেই দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনীতিতে বদল এসেছে এক ঝটকায়। আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞদের মতে তালিবানের উত্থানে পাকিস্তানের হাত শক্ত হয়েছে। এদিকে চিনও তালিবান নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার ইঙ্গিত দিয়েছে। এরপরেই মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনে আলোচনা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
এর আগে তালিবানদের আফগানিস্তান দখলের এই পরিস্থিতিতে নয়া রণকৌশল ঠিক করতে গত মঙ্গলবার থেকে দফায় দফায় বৈঠকে বসে ভারতে নিরাপত্তাবিষয়ক ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার মধ্যে প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অন্যদিকে আজ গুজরাটের সোমনাথ মন্দিরে একাধিক প্রকল্প উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন, সোমনাথ মন্দিরে বারবার হামলা হয়েছে মূর্তি ভাঙ্গা হয়েছে, অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু বারবার সোমনাথ মন্দির নিজের স্বমহিমায় ফিরে এসেছে। আর সেটাই আমাদের উদ্বুদ্ধ করে।