ভারতীয় জাতীয় ফুটবল দলের ডিফেন্সের স্তম্ভ তিনি। এটিকে মোহনবাগানের হয়ে শেষ মরসুমে যথেষ্ট ভাল পারফরম্যান্স করার পরে এই মরসুমে নিজেকে ইউরোপীয় ফুটবলে নয়া চ্যালেঞ্জের সামনে ফেলতেই ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকের হয়ে এই মরসুমে চুক্তিবদ্ধ হয়েছিলেন সন্দেশ ঝিঙ্গান। তবে মাঠে নামার আগেই সন্দেশের কপালে চিন্তার ভাঁজ। তাঁর চোট তাঁকে ভাবাচ্ছে।ট্রেন্ডিং স্টোরিজ
নতুন ক্লাবে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যেই সন্দেশ ঝিঙ্গানের চোট চিন্তায় ফেলেছে তাঁর অনুরাগীদেরও। ফলে প্রথম ভারতীয় হিসেবে ক্রোয়েশিয়ান ক্লাবের হয়ে অভিষেকের জন্য এখনও কিছু সময় অপেক্ষা করতে হবে সন্দেশকে। লুকা মদ্রিচের দেশের প্রথম ডিভিশনের ক্লাব সিবেনিকের হয়ে রিজেকা এফসির বিরুদ্ধে অভিষেক হওয়ার কথা থাকলেও আপাতত তা বিশ বাঁও জলে।
কোচ মারিও রোসাস সন্দেশের চোটের খবর নিশ্চিত করে জানান, তাঁর চোট যতটা গুরুতর তাতে সন্দেশকে অন্ততপক্ষে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তবে সিবেনিকে সন্দেশ একা নন তার পাশাপাশি ইন্টার মিলান থেকে লোনে আসা হাইতিয়ান ফুটবলার ক্রিস্টোফারও চোটের জন্য আপাতত মাঠের বাইরে থাকবেন।
সন্দেশের চোট কতটা গুরুতর তা জানতে ইতিমধ্যেই ক্লাবের তরফে এমআরআই স্ক্যান করানো হয়েছে। ডাক্তারদের একাংশ মনে করছেন এক সপ্তাহ পরে অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই ফের অনুশীলন শুরু করতে পারবেন ভারতীয় ডিফেন্ডার। অপরপক্ষের মতে তার এক সপ্তাহের খানিকটা বেশি বিশ্রামের প্রয়োজন।