লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে প্রতিটি ক্যাম্পে একেবারে গা ঘেঁষাঘেষি করা ভিড়। দলে দলে মহিলারা এসে ভিড় জমাচ্ছেন ক্যাম্পে। হুড়োহুড়ি, ঠেলাঠেলি লেগেই আছে। এর সঙ্গেই শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। এদিকে একদিকে করোনার ভ্যাকসিন নিতে চরম হয়রানির মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। তেমনি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিতে গিয়েও তৈরি হচ্ছে চরম ভোগান্তি। সেই ছবিই ধরা পড়ল জলপাইগুড়িতে। শনিবার জলপাইগুড়ির খড়িয়া এলাকায় এরকম দুয়ারে সরকার প্রকল্পের শিবিরে সকাল থেকেই ভিড় উপচে পড়েছিল। স্থানীয় মহিলারাও এদিন দলে দলে এসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার চেষ্টা করেন। এদিকে সেই সময়ই ঠেলাঠেলি, হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তখনই পড়ে গিয়ে একজন বৃদ্ধার কপাল ফেটে যায়।ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে কপাল ফেটে রক্ত ঝড়তে থাকায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু ওই বৃদ্ধা কপালটিকে হাত দিয়ে চেপে ধরে মাটিতে বসে পড়েন। কিন্তু তিনি লাইন ছাড়তে চাননি। ফর্ম জমা দিতে তিনি এতটাই মরিয়া ছিলেন যে তিনি লাইন ছাড়তে চাননি। এতক্ষণ অপেক্ষা করার পরেও তিনি আবেদনপত্র জমা দিতে পারবেন না এই আশঙ্কাতেই তিনি রক্তাক্ত অবস্থাতেও লাইন ছেড়ে বেরতে চাননি। পরে অবশ্য তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।