করোনাভাইরাস পরিস্থিতিতে সংগঠিত ক্ষেত্রে কর্মরতদের স্বস্তির খবর দিল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানালেন, ২০২২ সাল পর্যন্ত প্রতিভেন্ড ফান্ডে (পিএফ) কর্মী (এমপ্লয়িজ) এবং নিয়োগকারীর (এমপ্লয়ার্স) অংশের টাকা জমা দেবে কেন্দ্রীয় সরকার।
তবে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে সেই টাকা দেওয়া হবে? সীতারামন জানিয়েছে, যাঁরা চাকরি হারিয়েছিলেন এবং সংগঠিত ক্ষেত্রে ছোটোখাটো চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে প্রতিভেন্ড ফান্ডের এমপ্লয়িজ এবং এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনের (বেসিকের উপর ১২ শতাংশ এমপ্লয়িজ কন্ট্রিবিউশন এবং ১২ শতাংশ এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন) টাকা দেবে কেন্দ্র। পাশাপাশি ওই সংস্থাগুলিকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (ইপিএফও) নথিভুক্ত থাকতে হবে। ট্রেন্ডিং স্টোরিজ
সংশ্লিষ্ট মহলের মতে, সেই সিদ্ধান্তের ফলে কর্মীদের হাতে বাড়তি টাকা আসবে। মালিকদেরও খরচ কিছুটা কমবে। তার ফলে তাঁরা বেশি খরচ করবেন।