মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন দাবি করলেন যে তালিবানের হাতে মার খেয়েছেন মার্কিন নাগরিকরাও। রিপোর্ট অনুযায়ী শুক্রবার মার্কিন আইনপ্রণেতাদের একটি ব্রিফিংয়ে লয়েড অস্টিন জানান যে কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষায় থাকা যাদের তালিবান মেরেছে, তাঁদের মধ্যে অনেক আমেরিকারন নাগরিকও রয়েছেন।
গতকালই হোয়াইট হাউজে জো বাইডেন দাবি করেছিলেন যে তালিবান চেকপয়েন্ট পার করে বিমানবন্দরে পৌঁছতে কোনও অসুবিধা হচ্ছে না মার্কিন নাগরিকদের। তবে বাইডেনের এহেন দাবিকে মিথ্যা প্রমাণিত করছে মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারির এই বয়ান।ট্রেন্ডিং স্টোরিজ
এর আগে পেন্টাগনের তরফে দাবি করা হয় যে কাবুল বিমানবন্দরের বাইরে যেভাবে আফগানরা দেশ ছাড়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন, তা দেখে মার্কিন সৈনিকদের অনেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছেন। এই আবহে লয়েড অস্টিন মার্কিন হাউজের সদস্যদের জানান, মার্কিন নাগরিকদের নাকি কাবুল বিমানবন্দরের বাইরে ‘মারা হয়েছে এবং হেনস্থা করা হয়েছে’।
বর্তমানে কাবুলে ৫,৮০০ মার্কিন সেনা রয়েছেন উদ্ধার কাজ পরিচালনা করতে। আরও ৬ হাজার সেনাকে আফগানিস্তানে পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন। তালিবানের এই আচরণ গ্রহণযোগ্য নন বলে জানান অস্টিন। যদিও বাইজেন দাবি করেছিলেন যে আমেরিকার সঙ্গে নাকি তালিবানের চুক্তি আছে যাতে মার্কিন নাগরিকদের নির্বিঘ্নে দেশ ছাড়তে দেওয়া হয়। তবে তালিবানের হাতে মার্কিনিদের হেনস্থা হওয়ার দাবি করে সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করলে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন বাইডেন।
পাশাপাশি বাইডেন এদিন আরও বলেন, ‘কাবুল থেকে মানুষকে ফিরিয়ে আনা ইতিহাসের দীর্ঘতম ও সবথেকে কঠিন এয়ারলিফ্ট। মার্কিন পাসপোর্ট ধারী কাউকেই বিমানবন্দরে আসা থেকে আটকানো হবে না তালিবানের তরফে। এই অভিযানে শেষ পর্যন্ত কী হবে, তা নিশ্চিত ভাবে আমি বলতে পারব না। এই অভিযানে যে প্রাণহানী হবে না বা এতে কোনও ঝুঁকি থাকবে না, তাও নিশ্চিত করতে পারব না আমি।’