জম্মু ও কাশ্মীরের ত্রালে এদিন সকালে এক এনকাউন্টারে খতম হল তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি। এদিকে মৃত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। জানা গিয়েছে অবন্তীপোরার ত্রালে নাগবেরান অঞ্চলে গভীর জঙ্গলে এই গুলির লড়াই চলে জঙ্গি এবং সেনার মধ্যে। সেই লড়াইতেই মারা যায় জঙ্গিরা।
এর আগে পুলওয়ামায় হিজবুল ‘হিট স্কোয়াডে’র দুই জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় জওয়ানরা। এই মাসে শনিবার সকাল পর্যন্ত মোট ৮ জঙ্গিকে মেরে ভারতীয় সেনা। পাশাপাশি উপত্যকায় রাজনীতিবিদদের উপরও হামলা বেড়েছে বিগত কয়েকদিনে। এরই মাঝে গত এক মাসে কাশ্মীরে ৪ সাধারণ মানুষ, এক পুলিশকর্মী, তিনজন রাজনৈতিক কর্মীকে খুন করেছে জঙ্গিরা।ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে কাবুলে তালিবানি ক্ষমতা নিশ্চিত হতে জইশ জঙ্গিদের গতিবিধি বেড়েছে কাশ্মীর উপত্যকায়। জানা গিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি তালিবানের কাঁধএ কাঁধ মিলিয়ে লড়াই করে আফগানিস্তানে। যদিও তালিবান কাবুল দখলের পর দাবি করে যে তাদের সঙ্গে কোনও জঙ্গি যোগ নেই। তবে সেই দাবিকে একপ্রকার খারিজ করেই তালিবান শীর্ষ নেতৃত্ব দেখা করেছে জইশ কমান্ডরের সঙ্গে।
জানা গিয়েছে, জইশ কমান্ডর মুফতি আবদুল রউফ আজহার কান্দাহারে গিয়ে দেখা করে তালিবানি নেতা মোল্লা ইয়াকুবের সঙ্গে। এর আগে ১৯৯৯ সালে আইসি-৮১৪ বিমান অপহরণ করে কান্দাহারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তালিবানি শাসকরা সাহায্য করেছিল পাক জঙ্গিদের। বর্তমানে তালিবান যতই বলুক তাদের সঙ্গে জঙ্গি যোগ নেই। এই বৈঠকে স্পষ্ট যে পাক জঙ্গির সঙ্গে কালিবানি সম্পর্ক বজায় রয়েছে।