ভয়াবহ পথ দুর্ঘটনা ডুয়ার্সে। এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল। বেড়াতে বেরিয়ে এই দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। গুরুতর আহত হয়েছেন ৭ জন।
রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের রানারহাট ব্লকের ডায়না সেতু সংলগ্ন এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ এসে নিহত ও আহতদের হাসপাতালে পাঠায়। মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।ট্রেন্ডিং স্টোরিজ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় একটি গাড়ি নাগরাকাটার দিক থেকে ফিরছিল। তার উল্টো দিক থেকে আসা আরও দু’টি গাড়ি রানারহাটের দিকে যাচ্ছিল। সেই সময় প্রবল গতিতে গাড়িগুলো ডায়না সেতুর কাছাকাছি পৌঁছায়।
প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই এক সাইকেল আরোহী একটি গাড়ির সামনে পড়ে যান। ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তার অপর দিকে চলে আসে। তখনই উল্টো দিক থেকে আসা গাড়ির সামনে পড়ে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। পরপর সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় গাড়িগুলো। ঘটনাস্থলেই ২ আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ও নিহতেরা প্রত্যেকেই ওই তিনটি গাড়ির যাত্রী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বানারহাট থানার পুলিশ। ঘটনাস্থল আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করানো হয়।
মৃতদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার জেরে রানারহাট থেকে নাগরাকাটা যাতায়াতের ৩১ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।