হাতে দায়িত্ব পেয়েই কড়া রিপোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, দায়িত্ব নিয়েই তদন্ত করতে নেমে একটি রিপোর্ট তৈরি করেছেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। এমনকী সেখানে বলা হয়েছে ভোট পরবর্তী সময়ে খুন, আক্রমণ, ধর্ষণের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বীরভূম।
এদিকে সোমবার–মঙ্গলবারই রাজ্যে আসছেন সিবিআইয়ের তদন্তকারীরা। তার আগেই তাঁরা যে তথ্য পেয়েছেন তাতে বীরভূমকেই শীর্ষে রেখেছেন। আবার তাঁদের দেওয়া রিপোর্ট, খুন, ধর্ষণ–সহ মহিলাদের উপর অত্যাচার সব মিলিয়ে অন্তত ৭১টি ঘটনার অভিযোগ এসেছে। সূত্রের খবর, যার মধ্যে ৪৩ খুনের মামলা এবং ২৮টি মহিলাদের উপর অত্যাচারের মামলা। আর রাজ্যের দেওয়া হিসেবে, খুন এবং মহিলাদের উপর অত্যাচার মিলিয়ে ৪১টি মামলা হয়েছে। সুতরাং সিবিআই এবং রাজ্যের রিপোর্টে বিস্তর ফারাক রয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
অন্যদিকে ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রিপোর্ট পেশ করেছে। তাতে বিজেপি বেশ খানিকটা অক্সিজেন পেয়েছে। আবার কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়ায় তাঁদের হাসি চওড়া হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এমনকী জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে নানা গলদ রয়েছে। এই নিয়ে শাসক বিরোধী চাপানউতোর তুঙ্গে উঠেছে।
সূত্রের খবর, শুধু বীরভূম নয়, সিবিআইয়ের রিপোর্টে আরও চার জেলার উল্লেখ রয়েছে। সেই চার জেলা হল—পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা। সিবিআইয়ের দাবি, রাজ্যে ভোট পরবর্তী হিংসার যে মামলাগুলি দায়ের হয়েছে, তার ৫০ শতাংশই ঘটেছে এই পাঁচ জেলায়। শুক্রবারই খুন ও ধর্ষণের মামলায় কেস ডায়েরি চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেইল করে রাজ্য পুলিশের ডিজি’র থেকে সেই তা চেয়ে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ মেনে চার বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।