কাল দুপুরে আফগানিস্তানের এই ভয়াবহ দৃশ্যগুলি দেখে শিউরে উঠেছিলাম। আরেকটি ছবি সাত মাসের দুগ্ধপোষ্য শিশুটির আর পোষ্ট করলাম না।
১৪ই অগস্ট দিনটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ‘Partition Horrors Remembrance Day’ বলে ঘোষণা করেছিলেন। কংগ্রেস, কমিউনিস্ট তথাকথিত বুদ্ধি বেঁচে খাওয়া ব্যক্তিবর্গ ও কয়েকটি সংবাদপত্র গোষ্ঠী আর কিছু টিভি চ্যানেল প্রধানমন্ত্রীকে দোষারোপ করছিলেন এই বলে যে তিনি কেন দেশভাগের বেদনার স্মৃতি তুলে আনছেন । কিন্তু বলুন তো কেন একটি ইসলামিক রাষ্ট্র থেকে শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা নয়, তাদের সাথে পালাচ্ছেন ইসলাম ধর্মাবলম্বীরাও। কেন মানুষ এত ভয়ার্ত? ব্যাংকে রাখা টাকা, ঘরে রাখা সোনা , নিজের অবুঝ শিশু এমনকি নিজের প্রিয়া- সব রেখে পালাতে চাইছেন আফগানবাসী। যারা পালাচ্ছে তারা জানে তাদের ধর্মের উগ্রতার কথা, আর আমরা টিভির পর্দায় আজ দুদিন মাঝেমাঝেই প্রত্যক্ষ করছি ইসলামিক শাসনের রূপ । ধর্মনিরপেক্ষতার বুলি যারা আওড়ান, তারা দেখুন পার্শ্ববর্তী বাংলাদেশে কিভাবে অকারণে হিন্দু ও বৌদ্ধদের ওপর নির্যাতন চলছে। তাদের দেশের বিরোধী নেত্রী খালেদা জিয়া বলছেন হিন্দু-বৌদ্ধদের ওপর এই নির্যাতন না হলেই ভাল হতো, কিন্তু হিন্দুদেরকে বুঝতে হবে বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র , হয় হিন্দু-বৌদ্ধরা ইসলাম ধর্মাবলম্বী হয়ে যাক অথবা তারা ভারতবর্ষে চলে যাক। ভাবুনতো কি অবলীলায় একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এমন কথা বলতে পারলেন । ওই হিন্দু বা বৌদ্ধরা বাংলাদেশে মাইগ্র্যান্ট নন, তারা ঐ দেশের মূলনিবাসী। একটি রাষ্ট্র যখন তার মূল নিবাসীদের নিজ জন্মভূমি পরিত্যাগ করতে বলছে তখন আমরা(ভারত) ঐ দেশ থেকে অবৈধভাবে আসা ইসলাম ধর্মাবলম্বীদের যখন কেবল চিহ্নিত করতে চাইছি তখন এদেশেরই কিছু বিশ্বাসঘাতক , পেট্রোডলার পুষ্ট রাজনৈতিক নেতা ও তাদের দল তার বিরোধীতা করছে , শুধুমাত্র নির্বাচনে জেতার তাগিদে ।
আফগানিস্তানের এই ঘটনা থেকে এদেশের মূল অধিবাসীদের একটাই শিক্ষনীয় বিষয় তা হল নিজের সমাজ-কে রক্ষা করবার জন্য এখন থেকেই দলবদ্ধ হতে হবে । যত অর্থ, প্রতিপত্তি তোমার থাক না কেন, রাষ্ট্র যদি না থাকে তোমারও কোনো অস্তিত্ব নেই। আমি কোনো ধর্মীয় ভেদের কথা বলছিনা কিন্ত আমাদের সর্বদা মাথায় রাখতে হবে একদল হায়েনা লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে কখন এ দেশটিকে গিলে খাবে তার জন্য, সাধু সাবধান – অর্থ, ক্ষমতা যতই থাকনা কেন নিজের স্ত্রী পুত্রকে কোথায় সুরক্ষিত রাখবেন তার ভার কিন্তু আপনার কাঁধেই।।
2021-08-21