এটা জেনে আমার প্রসন্নতা হয়েছে যে, ১৯ থেকে ২৫ এ আগস্ট পর্যন্ত সংস্কৃত সপ্তাহের আয়োজন করা হচ্ছে। সংস্কৃত ভাষার প্রচার এবং প্রসারের সাথে যুক্ত ভাষাবিদ পণ্ডিতগনকে আমার হার্দিক শুভকামনা।
আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং জীবনের সর্বক্ষেত্রের সাথে যুক্ত জ্ঞানরাশি সংস্কৃত ভাষায় এবং তার সাহিত্যের মধ্যে নিহিত আছে। এই ভাষা বিপুল সাহিত্য তথা ভারতীয় জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি, সংস্কার, দর্শন প্রভৃতির অভিব্যক্তির বাহিকা।
বিশ্বের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম সংস্কৃত ভাষা অন্যান্য বহু ভাষা ও সংস্কৃতির অস্তিত্বের আধার। আমাদের পূর্বজ, আমাদের মনীষিরা বহু তপস্যার মাধ্যমে এই ভাষাকে অন্যান্য ভাষা থেকে মহত্তর বৈজ্ঞানিক ভাষা করেছেন।
এটা আনন্দের বিষয় যে আজ প্রযুক্তির মাধ্যমে সংস্কৃত অধিক থেকে অধিক মানুষের মাঝে সহজভাবেই চলে এসেছে। বিশ্বে সর্বত্র সংস্কৃত ভাষার প্রতি অনুরাগ বেড়েই চলেছে।
সংস্কৃতের প্রচার এবং প্রসারের জন্যে সংস্কৃতসংবর্ধনপ্রতিষ্ঠানের দ্বারা ক্রিয়মাণ প্রয়াসসমূহ প্রশংসনীয়। আমার বিশ্বাস যে সংস্কৃতসপ্তাহের আয়োজন সকলের মধ্যে, বিশেষভাবে যুবকদের মধ্যে সাংস্কৃতিক পরম্পরার প্রতি নব নব রুচি , নব নব উৎসাহ সৃষ্টিতে মহত্ত্বপূর্ণ যোগদান করবে।
আয়োজনের সফলতার জন্য হার্দিক শুভকামনা।
2021-08-21