চোখের ছানির সফল অস্ত্রপ্রচার হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির সেনা হাসপাতালে তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছে। বেশ কিছুদিন ধরেই চোখের ছানির সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এক বিবৃতি জারি করা হয়। সেই বিবৃতিতে রাষ্ট্রপতির প্রেস সচিব অজয়কুমার সিংয়ের তরফে তাঁর চোখের অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানানো হয়েছে। এমনকী, এই দিনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।
এর আগেও গত মার্চ মাসে সেনা হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে তিনি তাঁর বুকে ব্যথার কথা চিকিৎসকদের জানিয়েছিলেন। তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর বাইপাস সার্জারি করার পরামর্শ দিয়েছিলেন সেনা হাসপাতালে চিকিৎসকরা। সেইমতো এইমসে তাঁর বাইপাস অস্ত্রোপচার করা হয়। পরে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে তাঁর বাইপাসের অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানানো হয়। পরবর্তী সময়ে আরও নানান ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয় তাঁর। রাষ্ট্রপতিকে পর্যবেক্ষণে রাখেন সেনা হাসপাতালের চিকিৎসকরা।