একাদশ শ্রেণিতে পরীক্ষা দিতে হয়নি। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে দ্বাদশ শ্রেণিতে উঠে গিয়েছেন পড়ুয়ারা। তাই আগামী বছর করোনাভাইরাস পরিস্থিতি অনুকূল থাকলে অফলাইনে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
করোনাভাইরাস পরিস্থিতিতে দা ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশনের (সিআইএসসিই) তরফে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষে দুটি সেমেস্টারে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়া হবে। প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে আগামী নভেম্বর এবং আগামী এপ্রিলে দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হবে। তবে আগামী বছর সেই ধাঁচে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বলে জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। তবে ২০২৩ সাল থেকে সেই ধাঁচে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। সূত্রের খবর, ধারাবাহিকভাবে মূল্যায়নের পক্ষে সায় আছে সংসদের একাংশের।
এবার করোনার দাপটে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিকাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকে। সেই নম্বরে সন্তুষ্ট না হলে পড়ুয়ারা ঐচ্ছিক পরীক্ষায় বসার সুযোগ পাবেন। যা করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে নেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই পরীক্ষার দিনক্ষণ অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। তারইমধ্যে সংসদের সভাপতি জানিয়েছেন, ৫২০ টির মতো মার্কশিট সংশোধনের আবেদন করেছিল। ৩০-৪০ টির মতো স্কুলে সংশোধনের কাজ বাকি আছে। তা শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।সম্পর্কিত খবর