রাজ্যে ফের ৭০০ ছাড়াল করোনার দৈনিক সংক্রমণ। পরীক্ষা বাড়তেই প্রত্যাশামতো বেড়েছে সংক্রমণ। যাতে প্রশ্ন উঠছে, কেন সর্বোচ্চ ক্ষমতায় পরীক্ষা করাচ্ছে না রাজ্য।
এদিন রাজ্যে ৪৫,১১৫টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৭৩১ জনের সংক্রমণ ধরা পড়েছে। সপ্তাহের শুরুতে পরীক্ষার সংখ্যা নেমে গিয়েছিল প্রায় ২৬ হাজারে। তখনই আশঙ্কা করা হয়েছিল, পরীক্ষা বাড়লে বাড়বে সংক্রমণ। তবে এখনো সর্বোচ্চ ক্ষমতার ধারেকাছে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না রাজ্যে। যাতে প্রশ্ন উঠছে, সংক্রমণের সংখ্যা লুকাতেই কি এই কাজ জেনে বুঝে করছে সরকার? গত ২১ মে রাজ্যে ৭৭ হাজারের বেশি করোনার নমুনা পরীক্ষা হয়েছিল। সেখানে এখন নমুনা পরীক্ষার সংখ্যা ৫০ হাজার ছাড়াচ্ছে না।ট্রেন্ডিং স্টোরিজ
এদিন রাজ্যে করোনা সংক্রমিত অবস্থায় মৃত্যু হয়েছে ১২ জনের। উত্তর ২৪ পরগনায় ৩ জন ও দার্জিলিংয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৩৩৭।
রাজ্যে এদিন সুস্থ হয়েছেন ৭৮১ জন। অ্যাক্টিভ কেস কমেছে ৬২টি। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৬৫৩।