স্বামীজীর নাম বরুনানন্দ মহারাজ। জবরদস্তির মুখে মদ ঢেলে একাদশীর উপবাস ভঙ্গ করা হলো বলে অভিযোগ জানান রামপুরহাট রামকৃষ্ণ আশ্রমের স্বামীজী। ব্রাহ্মগ্রাম শ্রী রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামীজি স্কুলের সামনে মদ সেবনের প্রতিবাদ করলে তার সঙ্গে এমন দুর্ব্যবহার করা হয় বলে তিনি অভিযোগ করেন। শুধু তাই নয়, তিনি আরও জানান কদর্য ভাষায় গালিগালাজ দিয়ে তাঁকে হুমকি দেওয়া হয় যে কিছুদিনের মধ্যে তাঁকে সেই স্থান ত্যাগ করতে হবে।
প্রসঙ্গত গত এপ্রিল মাসে সরিষা-নূরপুর রোডে সরিষা রামকৃষ্ণ মিশন ও সারদা মন্দির স্কুলের গার্লস হোস্টেলের সামনে সরকারি জায়গায় খালের ওপর পলিথিন ঢেকে অবৈধ নির্মাণকাজে চলায় তাতে সরিষা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী পরাশরানন্দ বাধা দিলে তাঁকে নিগ্রহ করা হয়। তার আগে গত জানুয়ারি মাসে বাগবাজারে মা সারদার বাড়িতে আগুন লাগায় সেখান থেকে আগুন ছড়িয়ে যায় পাশের বস্তিতে। দমকল কর্মীরা দেরীতে পৌঁছানোয় আগুন নেভানোর জন্য রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা সাধারণ মানুষকে সাহায্য করতে শুরু করেন এবং আগুন নেভান। একাধিক ক্ষতিগ্রস্থ বাড়ি এবং মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসে রামকৃষ্ণ মিশন। কিন্তু পরের দিন দুঃখজনকভাবে কয়েকজন দুষ্কৃতী সন্ন্যাসীদের গায়ে হাত তোলে।
** প্রাপ্ত ভিডিয়োর বয়ান অনুযায়ী এই প্রতিবেদনটি লেখা হল।