নতুন করে উত্তেজনা ছড়াল অসম-মিজোরাম সীমান্তে। জানা গিয়েছে, দুই রাজ্যের সন্ধিস্থলে ফের একবার গুলি চলার ঘটনা ঘটেছে। এদিকে ক্রসফায়ারে এক সাধারণ মিজো নাগরিক জখ হয়েছেন বলে জানা গিয়েছে। দুই রাজ্যের পুলিশ অনুযায়ী, মঙ্গলবার ভোর ২টোর সময় এই গুলি চলার ঘটনাটি ঘটে। হাইলাকান্দি জেলার দারাসিং হিলস এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনার প্রেক্ষিতে হাইলাকান্দি জেলার পুলিশ সুপার গৌরব উপাধ্যায় জানান, মঙ্গলবার ভোর দুটোর সময় সীমান্তে টর্চ হাতে থাকা মানুষের গতিবিধি নজরে আসে আধারিকদের। অসম পুলিশ নাকি এরপর সেই ব্যক্তিদের জিজ্ঞেস করেন যে সেখানে তারা কি করছে। সেই সময় পাহারের উপর থেকে আমাদের উপর গুলি চালানো শুরু হয়। এর বদলে অসম পুলিশ ১২ রাউন্ড গুলি ছোড়ে। সেই সময় সেই ব্যক্তিরাও পালিয়ে যায়।
উপাধ্যায়ের বক্তব্য, ‘প্রথমত, আমরা গুলি চালাতে শুরু করিনি। আমাদের আধিকারিকরা আক্রান্ত হয়েছিল। তাঁদের উপর গুলি চালিয়ে হামলা চালানো হয়। সাধারণ মানুষ কখনও ভোর দুটোর সময় টর্চ জ্বালিয়ে সীমান্ত পার করবেন না। আমরা সেই ব্যক্তিদের উপর গুলি চালাইনি। তবে এখন মিজোরামের পক্ষ থেকে ভুল বার্তা দেওয়া হচ্ছে।’
উপাধ্যায় আরও জানান, সেই ঘটনায় তিনজন ব্যক্তিকে আটকেছিল অসম পুলিশ। সেই এলাকাটি অসমে ছিল। তাঁ আরও বক্তব্য, যেই এলাকায় ঘটনাটি ঘটে, তা কোনও ভাবেই বিতর্কিত নয়, না হলে সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছে যেতেন এবং হস্তক্ষেপ করতেন।
এদিকে মিজরামের কোলাসিব জেলা এসপি ভানলালফকা রালতের দাবি, মিজোরামের ভাইরেঙতে এলাকার তিন ব্যক্তি অসমের বিলাইপুরে নিজেদের বন্ধুদের বাড়ি যাচ্ছিলেন। সেই সময় হাইলাকান্দির পুলিশ তাদের ভয় দেখায়। ঘটনায় পালাতে গিয়ে এক মহিলার পা ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।