T20 World Cup Fixture: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের পূর্ণাঙ্গ সূচিতে চোখ রাখুন

আসন্ন টি-২০ বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা করল আইসিসি। ১৭ অক্টোবর গ্রুপ-বি’র ওমান বনাম পাপুয়া নিউগিনি ম্যাচ দিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ওই দিনই গ্রুপ-বি’র অপর ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও স্কটল্যান্ড।

প্রথম রাউন্ডে বাংলাদেশের সূচি:-
১. ১৭ অক্টোবর বনাম স্কটল্যান্ড (ওমান ক্রিকেট অ্যাকাডেমি)
২. ১৯ অক্টোবর বনাম ওমান (ওমান ক্রিকেট অ্যাকাডেমি)
৩. ২১ অক্টোবর বনাম পাপুয়া নিউগিনি (ওমান ক্রিকেট অ্যাকাডেমি)

বাংলাদেশ বি-গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার্স হতে পারলে সুপার টুয়েলভের যোগ্যতা অর্জন করবে। সেক্ষেত্রে আরও পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পবে তারা।

প্রথম রাউন্ডের সূচি। ছবি- আইসিসি।
প্রথম রাউন্ডের সূচি। ছবি- আইসিসি।

সুপার টুইয়েলভের গ্রুপ-২’এ পাকিস্তানের সূচি:-
১. ২৪ অক্টোবর বনাম ভারত (দুবাই)
২. ২৬ অক্টোবর বনাম নিউজিল্যান্ড (শারজা)
৩. ২৯ অক্টোবর বনাম আফগানিস্তান (দুবাই)
৪. ২ নভেম্বর বনাম এ-গ্রুপের দু’নম্বর দল (আবু ধাবি)
৫. ৭ নভেম্বর বনাম বি-গ্রুপের এক নম্বর দল (শারজা)

সুপার টুইয়েলভের গ্রুপ-২’এ আফগানিস্তানের সূচি:-
১. ২৫ অক্টোবর বনাম বি-গ্রুপের এক নম্বর দল (শারজা)
২. ২৯ অক্টোবর বনাম পাকিস্তান (দুবাই)
৩. ৩১ অক্টোবর বনাম এ-গ্রুপের দু’নম্বর দল (আবু ধাবি)
৪. ৩ নভেম্বর বনাম ভারত (আবু ধাবি)
৫. ৭ নভেম্বর বনাম নিউজিল্যান্ড (আবু ধাবি)

সুপার টুয়েলভে গ্রুপ-২'র সূচি। ছবি- আইসিসি।
সুপার টুয়েলভে গ্রুপ-২’র সূচি। ছবি- আইসিসি।

বিশ্বকাপের গ্রুপ বিভাগ:-
গ্রুপ-এ: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নমিবিয়া।
গ্রুপ-বি: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান।
গ্রুপ-১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ-এ’র চ্যাম্পিয়ন, গ্রুপ-বি’র রানার্স।
গ্রুপ-২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ-এ’র রানার্স, গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.