২০২১ সালের টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। এই বছর বিশ্বকাপের আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। ২৪ অক্টোবর ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। দুবাইতে সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে পাকিস্তান। ভারত ও পাকিস্তান, উভয় দেশই সুপার ১২ পর্যায়ে গ্রুপ ২-তে রয়েছে। এদিকে এরপর পাকিস্তান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে। সেই ম্যাচটি শারজাহতে হবে।
এদিকে তালিবানের কবলে থাকা আফগানিস্তানের বিশ্বকাপ শুরু হওয়ার কথা ২৫ অক্টোবর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে টুর্নামেন্টের প্রথম পর্যায়ের গ্রুপ বি-এর বিজয়ী দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সুপার ১২’-এ ‘গ্রুপ ২’-তে আছে ভারত। যে গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ ‘এ’-র রানার্স-আপ, গ্রুপ-‘বি’-র চ্যাম্পিয়ন।
এদিকে বিশ্বকাপের শুরুতেই দুটি গ্রুপে থাকা ৮টি দল নিজেদের মধ্যে খেলে সুপার১২ পর্যায়ে পৌঁছবে। প্রথম রাউন্ডে গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ। তাদের পাশাপাশি এই গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউগিনি। ১৭ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। এর আগে নিউগিনির বিরুদ্ধে মুখোমুখি হবে ওমান। বাংলাদেশ এরপরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ওমানের বিরুদ্ধে। সেই ম্যাচটি হবে ১৯ অক্টোবর। এরপর ২১ অক্টোবর বাংলাদেশ খেলবে নিউগিনির বিরুদ্ধে। এই গ্রুপে বাংলাদেশ শীর্ষে থাকলে সুপার ১২ স্টেজে ভারত-পাকিস্তানের সঙ্গে সঙ্গে গ্রুপ ২-তে যাবে। তাদের প্রথম ম্যাচ তাহলে সম্ভবত আফগানিস্তানের বিরুদ্ধে হবে।
এদিকে প্রথম পর্যায়ের গ্রুপ-এ তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেজারল্যান্ডস, নামিবিয়া। শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচ খেলবে নামিবিয়ার বিরুদ্ধে ১৮ অক্টোবর। এরপর ২০ অক্টোবর শ্রীলঙ্কা মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। ২২ অক্টোবর নিজেদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে শ্রীলক্ষ্কা। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই গ্রুপে প্রথম হতে পারলে তারা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার সঙ্গে গ্রুপ-১-এ যাবে।
সুপার ১২ – গ্রুপ ১
২৩ অক্টোবর – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা – দুপুর ২টো আবুধাবি
২৩ অক্টোবর – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ – সন্ধ্যা ৬টা দুবাই
২৪ অক্টোবর – এ১ বনাম বি২ – দুপুর ২টো শারজাহ
২৬ অক্টোবর – দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ – দুপুর ২টো দুবাই
২৭ অক্টোবর – ইংল্যান্ড বনাম বি২ – দুপুর ২টো আবুধাবি
২৮ অক্টোবর – অস্ট্রেলিয়া বনাম এ১ – সন্ধ্যা ৬টা দুবাই
২৯ অক্টোবর – ওয়েস্ট ইন্ডিজ বনাম বি২ – দুপুর ২টো শারজাহ
৩০ অক্টোবর – দক্ষিণ আফ্রিকা বনাম এ১ – দুপুর ২টো শারজাহ
৩০ অক্টোবর – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া – সন্ধ্যা ৬টা দুবাই
১ নভেম্বর – ইংল্যান্ড বনাম এ১ – সন্ধ্যা ৬টা শারজাহ
২ নভেম্বর – দক্ষিণ আফ্রিকা বনাম বি২ – দুপুর ২টো আবুধাবি
৪ নভেম্বর – অস্ট্রেলিয়া বনাম বি২ – দুপুর ২টো দুবাই
৪ নভেম্বর – ওয়েস্ট ইন্ডিজ বনাম এ১ – সন্ধ্যা ৬টা
৬ নভেম্বর – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ – দুপুর ২টো আবুধাবি
৬ নভেম্বর – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড – সন্ধ্যা ৬টা শারজাহ