নাম-গোত্রহীন উড়ো চিঠির মতোই টুইট শেন ওয়ার্নের। তবে ইঙ্গিত যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের দিকেই, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না।
লর্ডস টেস্টের প্রথম একাদশে অশ্বিনকে না রাখা নিয়ে বিস্তর আলোচনা চলছে আন্তর্জাতিক ক্রিকেটমহলে। আকাশ চোপড়ার মতো প্রাক্তন ভারতীয় তারকা থেকে শুরু করে মাইকেল ভনের মতো প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক স্পষ্ট সওয়াল করেছেন অশ্বিনের হয়ে। লর্ডসের পিচে অশ্বিনকে বাদ দিয়ে চার পেসারে খেলা যে বোকামি, সেটাই উঠে এসেছে তাঁদের কথায়।
এবার কার্যত সেই কোরাসে গলা মেলালেন শেন ওয়ার্ন। লর্ডসের চতুর্থ দিনে মঈন আলি পরপর রাহানে ও জাদেজাকে ফিরিয়ে দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় অজি কিংবদন্তি দাবি করেন, স্পিনাররা এভাবেই ম্যাচের মোড় ঘোরান। তাই কোন পরিবেশে খেলা হচ্ছে না দেখে দলে স্পিনার রাখা উচিত। তাছাড়া শুধুমাত্র প্রথম ইনিংসের কথা ভেবে টিম কম্বিনেশন নির্ধারণ করাও যে সঠিক নয়, সেটাও উল্লেখ করতে ভোলেননি স্পিনের জাদুগর।
ওয়ার্ন টুইট করেন, ‘একজন স্পিনার ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে! অবাক করার বিষয়। একারণেই কোন পরিবেশে খেলা হচ্ছে না ভেবে আপনার একজন স্পিনার খেলানো উচিত। মনে রাখবেন, আপনি প্রথম ইনিংসের কথা ভেবে কখনই দল বেছে নিতে পারেন না। ম্যাচ জিততে স্পিনার দরকার।’
বলার অপেক্ষা রাখে না যে, শেন ওয়ার্নের এই টুইটটি কটাক্ষের মতোই বিঁধতে পারে ভারতীয় শিবিরে।