অবশেষে রাজ্যে এল করোনা টিকা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শনিবার প্রায় সাত লক্ষের বেশি কোভিশিল্ড ঢুকেছে রাজ্যে। জানা গিয়েছে, এই টিকা মজুত করে রাখা হয়েছে বাগবাজারে রাজ্য স্বাস্থ্য দফতরে স্টোরে। রবিবারের মধ্যে বণ্টন শুরু হবে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
এই টিকা রাজ্যে এসেছে দু’দফায়। রবিবার থেকেই এই টিকা জেলায় জেলায় পাঠানো হবে বলে খবর। সূত্রের খবর, বর্তমানে বাগবাজার স্টোরে মোট আট লক্ষ কোভিশিল্ড টিকা রয়েছে। কোউইনের পরিসংখ্যান মারফত জানা গিয়েছে, শনিবার রাত আটটার মধ্যে পর্যন্ত তিন লক্ষ ৬০ হাজার মত টিকাকরণ হয়েছে।
এদিকে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, গ্রামাঞ্চলে ইতিমধ্যেই ৫০ শতাংশের বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, টিকাকরণের ক্ষেত্রে ভারত আত্মনির্ভর। প্রধানমন্ত্রীর কথায়, ‘দেশে টিকা তৈরি হয়েছিল বলেই এতও তাড়াতাড়ি টিকা পৌঁছে যেতে পারছে। অন্য দেশের ওপর ভরসা করে থাকলে বছরের পর বছর অপেক্ষা করতে হত। প্রধানমন্ত্রীর দাবি, আগামীদিনে টিকাকরণের গতি আরও বাড়বে।