চূড়ান্ত উত্তেজনার মধ্যে মিলল কিছুটা স্বস্তির খবর। ১২৯ জন যাত্রী নিয়ে কাবুল থেকে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। সবকিছু ঠিকঠাক চললে ঘণ্টা আড়াইয়ের মধ্যে সেই বিমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে সংশ্লিষ্ট মহলের আশা।
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কাবুল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ২৪৩ উড়ানে ওঠার আগে যাত্রীদের যাবতীয় বিষয় খুঁটিয়ে দেখা হয়েছে। পরে ভারতীয় সময় অনুযায়ী, সন্ধ্যা নাগাদ সেই বিমান আফগানিস্তানের রাজধানী থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবে। কাবুলে ভারতীয় দূতাবাসের আধিকারিক এবং কূটনীতিবিদদের দেশে ফেরানোর জন্য সেই বিমান পাঠানো হয়েছিল।