খাস লন্ডনে জাতীয় পতাকা উত্তোলন করে ব্রিটিশ শাসন থেকে মুক্তির দিনটিকে উদযাপন করলেন বিরাট কোহলিরা। বিলেতের মাটিতেই ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করল টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগে টিম হোটেলের সামনে ভারতীয় দল স্বাধীনতা দিবস উদযাপন করে। কোচ শাস্ত্রীকে পাশে নিয়ে ক্যাপ্টেন কোহলি জাতীয় পতাকা উত্তোলন করেন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ক্রিকেটার ও তাঁদের পরিবারের সদস্যরা জাতীয় সঙ্গীতে গলা মেলান।
বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের স্বাধীনতা দিবস উদযাপনের সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করে। ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি দেখলে আবেগে গায়ে কাঁটা দেবে নিশ্চিত।
এদিন ভারতীয় স্কোয়াডের সঙ্গে দেখা যায় পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবকেও। দু’জনেই ইংল্যান্ডে পৌঁছে বাধ্যতামূলক কোয়ারান্টাইন পর্ব শেষ করেছেন। ফলে টিম হোটেলে ঢুকে পড়েছেন তাঁরা।
এদিকে, লর্ডস টেস্টের চতুর্থ দিনের আগে ফাইভ মিনিট বেল বাজিয়ে খেলা শুরুর নির্দেশ দেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা অল-রাউন্ডার দীপ্তি শর্মা। তিনি এই মুহূর্তে লন্ডন স্পিরিটের হয়ে দ্য হান্ড্রেডে অংশ নিতে ইংল্যান্ডেই রয়েছেন।
বাইশগজের লড়াইয়ে কোহলিদের চতুর্থ দিনের শুরুটা অবশ্য মনে রাখার মতো হয়নি। দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ৫৫ রানের মধ্যে টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যানকে হারিয়ে বসে।