75th Independence Day: ভারতের স্বপ্ন পূরণ কেউ রুখতে পারবে না : মোদী

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠেছে গোট দেশ। বিশেষ করে প্রধানমন্ত্রীর ভাষণ উপলক্ষে দিল্লি এবং লালকেল্লা সংলগ্ন এলাকাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। এদিন টোকিও অলিম্পিকে যোগদান করা ভারতীয় খেলোয়াড়দের সম্মান জানানো হবে লালকেল্লায়।

15 Aug 2021, 09:08:21 AM IST
অলিম্পিয়ানদের সঙ্গে দেখা করলেন মোদী
ভাষণ শেষে আমন্ত্রিত অলিম্পিয়ান এবং এনসিসি ক্যাডেটদের মাঝে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী মোদী।

15 Aug 2021, 09:06:45 AM IST
বক্তব্য শেষ প্রধানমন্ত্রীর
রাষ্ট্রগানের মাধ্যমে লাল কেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ শেষ।

15 Aug 2021, 09:05:04 AM IST
ভারতের স্বপ্নপূরণ
মোদী বলেন, ২১ শতকে ভারতকে স্বপ্নপূরণ থেকে কেউ রুখতে পারবে না।

15 Aug 2021, 09:01:08 AM IST
৩৭০ ধারা, রাম জন্মভূমি বিবাদের সমস্যার সমাধান
মোদী বলেন, ৩৭০ ধারা প্রত্যাহার করা হোক বা জিএসটি বা হোক রাম জন্মভূমি বিবাদের শান্তিপূর্ণ সমাধান, বছরের পর বছর ধরে চলে আসা সমস্যার সমাধান করেছি আমরা।

15 Aug 2021, 08:59:22 AM IST
হাইড্রোজেন মিশনের ঘোষণা
মোদী বলেন, তেরঙ্গাকে সামনে রেখে ন্যাশনাল হাইড্রোজেন মিশনের ঘোষণা করলাম।

15 Aug 2021, 08:58:00 AM IST
সৈনিক স্কুলে পড়তে পারবে দেশের মেয়েরাও
মোদী বলেন, আগে খেলাধুলোকে গুরুত্ব দেওয়া হত না। নতুন শিক্ষানীতিতে খেলাকে অতিরিক্ত বিষয় হিসেবে দেখা হবে না। এটিকে পঠনপাঠনের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা হোক বা খেলাধুলো, বোর্ডের পরীক্ষা হোক অলিম্পিকস মেডেল, আমাদের মেয়েরা দারুণ প্রদর্শন করেছে। দেশের সৈনিক স্কুলগুলি মেয়েদের জন্য খুলে দেওয়া হবে। যাঁরা সৈনিক স্কুলে পড়তে চান তাঁদের জন্য দেশের সবকটি সৈনিক স্কুলের দরজা খোলা থাকবে।

15 Aug 2021, 08:53:30 AM IST
‘ভারতে রাজনৈতিক ইচ্ছাশক্তির কোনও ঘাটতি নেই’
বিশ্ব দেখছে, ভারতে রাজনৈতিক ইচ্ছাশক্তির কোনও ঘাটতি নেই। তবে ৭০-৭৫ বছর ধরে জমে থাকা সমস্যা কয়েক বছরে মিটবে না। তাই সাধারণ মানুষকে এতে অংশগ্রহণ করতে হবে।

15 Aug 2021, 08:50:03 AM IST
সরকার ব্যবসায়ীদের সঙ্গে আছে
মোদী বলেন, সরকার ব্যবসায়ীদের সঙ্গে আছে। কয়েকশো স্টার্ট আপ তৈরি হয়েছে দেশে। সেই স্টার্ট আপের প্রোডাক্ট বিদেশে পাঠাতে সাহায্য করছে সরকার। এই স্টার্ট আপের জন্য নিয়ম শিথিল থেকে আর্থিক সাহায্য, সব পদক্ষেপই নিচ্ছে সরকার। করোনাকালের এই কঠিন সময়েও হাজার হাজার স্টার্ট আপ তৈরি হয়েছে।

15 Aug 2021, 08:47:47 AM IST
৩০০ কোটি ডলারের ফোন রফতানি করছে ভার
মোদী জানান, দেশে মোবাইলের আমদানি কমেছে। আমাদের দেশ থেকে অন্য দেশে মোবাইল রফতানি বেড়েছে। বর্তমানে ৩০০ কোটি ডলারের ফোন রফতানি করছে ভারত। সাতবছর আগে ভারত ৮০০ কোটি ডলারের ফোন আমদানি করত।

15 Aug 2021, 08:22:39 AM IST
প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্প
মোদী জানান, প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্প লঞ্চ করা হবে। ১০০ লক্ষ কোটি টাকার এই প্রকল্প যুব সমাজের জন্য কর্মসংস্থান তৈরি করবে বলেন মোদী।

15 Aug 2021, 08:21:43 AM IST
বন্দে ভারত নিয়ে ঘোষণা
মোদী জানান, স্বাধীনতার ৭৫তম বর্ষে দেশের প্রতিটি কোণায় পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন।

15 Aug 2021, 08:18:34 AM IST
মোদীর গলায় স্বামীজি
নরেন্দ্র মোদী: স্বামী বিবেকাননন্দ যখন ভারতের ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তখন বলতেন অতীতের দিকে দেখ। এরপর সামনের দিকে তাকাও। আগে বাড়তে থাক। ভারতকে আরও ঊজ্জবল করে তোল।

15 Aug 2021, 08:04:46 AM IST
জম্মু হোক বা কাশ্মীর…
নরেন্দ্র মোদী: জম্মু হোক বা কাশ্মীর, আমাদের বিকাশের গতি সমান থাকবে। লাদাখেও উন্নততর পরিকাঠামো তৈরি হচ্ছে। সিন্ধু সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে।

15 Aug 2021, 08:02:11 AM IST
উত্তরপূর্বে রেল
নরেন্দ্র মোদী: উত্তর-পূর্বের সকল রাজ্যের রাজধানীকে রেলের মাধ্যমে জুড়ে দেওয়া হবে।

15 Aug 2021, 08:01:25 AM IST
‘কম দামে ওষুধ, হাসপাতালের পাশে অক্সিজেন প্লান্ট’
নরেন্দ্র মোদী: কম দামে ওষুধ দেওয়া শুরু হচ্ছে। হাসপাতালের পাশে অক্সিজেন প্লান্ট হচ্ছে। বিকাশ সর্ব স্তরে হওয়া উচিত। গত ৭ বছরে এই লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। এটিকে আরও দ্রুত গতিতে করতে হবে। পূর্ব ভারত হোক, ইত্তর-পীর্ব হোক কী জম্মু-কাশ্মীর, সব জায়গাতে বিকাশ পৌঁছে দিতে হবে।

15 Aug 2021, 07:53:58 AM IST
‘সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা প্রয়াস’
নরেন্দ্র মোদী: ‘সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা প্রয়াস’ এই ভাবেই আমাদের এগোতে হবে। ঊজ্জ্বলা থেকে আয়ুষ্মানের লাভ দেশের সব গরিব পায়। আগের থেকে অনেক দ্রুত আমরা এগিয়ে যাচ্ছি। তবে কথা এখানেই শেষ হয় না। এখন আমাদের পূর্ণতা অর্জন করতে হবে। ১০০ শতাংশ গ্রামে রাস্তা, ১০০ শতাংশ পরিবারের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, আবাস যোজনার মাধ্যমে সব ব্যক্তিকে জুড়তে হবে যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার প্রাপ্য।

15 Aug 2021, 07:50:36 AM IST
ভবিষ্যতের সংকল্প
নরেন্দ্র মোদী: ভবিষ্যতে শহরের মতোই পরিষেবা পাবে গ্রামবাসীরা। এটাই ভারতের সংকল্প।

15 Aug 2021, 07:49:41 AM IST
‘অন্য দেশের থেকে ভারতে সংক্রমণ কম’
নরেন্দ্র মোদী: অন্য দেশের থেকে ভারতে সংক্রমণ কম। ৫৪ কোটি মানুষ ইতিমধ্যেই টিকা পেয়েছেন।

15 Aug 2021, 07:44:48 AM IST
‘টিকার জন্য অন্য কোনও দেশের উপর নির্ভর করে থাকতে হয় না’
নরেন্দ্র মোদী: টিকার জন্য অন্য কোনও দেশের উপর নির্ভর করে থাকতে হয় না। ভাবুন! যদি ভারতের কাছে নিজের টিকা না থাকত, তাহলে কি হত। সেই ক্ষেত্রে ভারত টিকা পেত কি পেত না, কী করে বলা যাবে। তবে দর্বের সঙ্গে বলতে পারি আজ যে বিশ্বের সর্ববৃহত্ টিকাকরণ আমাদের দেশে চলছে। কোউইনের মতো ব্যবস্থা আজ গোটা বিশ্বকে উদ্বুদ্ধ করছে।

15 Aug 2021, 07:43:01 AM IST
‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’
নরেন্দ্র মোদী: স্বাধীনতা দিবসের পর খুব শীঘ্রই আমরা অনেকের বলিদান ভুলেছি। সকল ভারতবাসীর তরফ থেকে তাঁধের বিনম্র শর্দ্ধা জ্ঞাপন। এখন থেকে প্রতিবছর ১৪ অগস্ট ভারতে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালিত হবে।

15 Aug 2021, 07:40:57 AM IST
‘পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন অলিম্পিয়ানরা’
অলিম্পিয়ানরা শুধু আমাদের মন জয় করেননি, তাঁরা পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন।

15 Aug 2021, 07:39:59 AM IST
অলিম্পিয়ানদের সম্মান জানালেন মোদী
লাল কেল্লায় আমন্ত্রিত অলিম্পিয়ানদের উদ্দেশে তালি বাজিয়ে সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি যুব সমাজকেও সম্মান জানালেন মোদী।

15 Aug 2021, 07:38:42 AM IST
করোনা যোদ্ধাদের সম্মান মোদীর
স্বাধীনতা দিবস উপলক্ষে করোনা যোদ্ধাদের উল্লেখ করে বিশেষ সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

15 Aug 2021, 07:36:09 AM IST
স্বাধীনতা দিবসের ভাষণ শুরু মোদীর
আপামর ভারতবাসী এবং বিশ্বজুড়ে গণতন্ত্র প্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী। দেশের জন্য নিজেদের প্রাণ উত্সর্গ করা নেতাজি, ভগত সিংদের শ্রদ্ধার্ঘ নরেন্দ্র মোদীর। সম্মান জানালেন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে, গান্ধীজিকে, মাতঙ্গিনি হাজরা, রানি ঝাঁসিকে।

15 Aug 2021, 07:31:31 AM IST
জাতীয় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর
লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজল রাষ্ট্র গান ‘জন গণ মন।’

15 Aug 2021, 07:30:46 AM IST
গার্ড অফ অনার নিলেন প্রধানমন্ত্রী
লাল কেল্লায় গার্ড অফ অনার নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

15 Aug 2021, 07:25:29 AM IST
লাল কেল্লায় প্রধানমন্ত্রী
লাল কেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

15 Aug 2021, 07:11:28 AM IST
দিল্লি সীমানায় নিরাপত্তার কড়াকড়ি
গাজিপুরে দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে নিরাপত্তার কড়াকড়ি আরও বেড়েছে।

15 Aug 2021, 07:10:28 AM IST
রাজঘাটে প্রধানমন্ত্রী, সম্মান জানালেন জাতির জনককে
রাজঘাটে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি সম্মান জানালেন জাতির জনক এবং শহিদ জওয়ানদের।

15 Aug 2021, 07:05:32 AM IST
নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজনাথ সিং
নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

15 Aug 2021, 07:04:38 AM IST
লাল কেল্লায় অমিত শাহ, কেজরিওয়াল
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ বহু নেতা মন্ত্রী পৌঁছেছেন লাল কেল্লায়।

15 Aug 2021, 06:49:13 AM IST
লাল কেল্লায় একে একে পৌঁছাচ্ছেন হেভিওয়েট নেতারা
লাল কেল্লায় পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

15 Aug 2021, 06:43:54 AM IST
সাড়ে সাতটায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী
সকাল সাড়ে সাতটায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

15 Aug 2021, 06:40:51 AM IST
লাল কেল্লায় তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি
আর প্রায় ৫০ মিনিট পর লাল কেল্লায় ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী মোদী। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি লাল কেল্লায়।

15 Aug 2021, 06:39:15 AM IST
লাল কেল্লার উদ্দেশে রওনা অলিম্পিয়ানদের
এদিন প্রধানমন্ত্রীর ভাষণে আমন্ত্রিত অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় খেলোয়াড়রা। অনুষ্ঠানে অংশ নিতে পেরে আনন্দিত অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আগে টিভিতে বসে দেখতাম আর আজ সেখানে নিজে যাচ্ছি। এটা বড় প্রাপ্তি। আমার জন্যে দেশবাসী গর্ববোধ করছে বলে আমি খুশি।’

15 Aug 2021, 06:34:56 AM IST
স্বাধীনতা দিবস উপলক্ষে টুইট প্রধানমন্ত্রীর
টুইটে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন শক্তির সঞ্চারের বার্তা দেন।

15 Aug 2021, 06:31:29 AM IST
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা
দিল্লির বিভিন্ন জায়গায় ভোর রাত থেকে গাড়ি থামিয়ে নাকা চেকিং চলছে। বাসে উঠেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। স্বাধীনতা দিবসে যাতে কোনও নাশকতা না হয়, তার জন্যে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.