একের পর এক শহর দখল করে এবার কাবুলের লক্ষ্যে এগোচ্ছে তালিবানরা। ইতিমধ্যেই আফগানিস্তানে বসবাসরত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে ভারতকে সরাসরি হুমকি দিয়ে তালিবানরা বলল, ‘আফগানিস্তানে ফৌজ পাঠালে ফল ভালো হবে না’।
কাতারের রাজধানী দোহা থেকে সংবাদসংস্থা এএনআই-কে একটি সাক্ষাৎকার দেন তালিবানের মুখপাত্র সুহেল শাহিন। সেখানে তিনি বলেন, ‘যদি আফগানিস্তানে সেনা নিয়ে আসে ভারত, তাহলে আমার মনে হয় এটা তাদের জন্য ভাল হবে না। আফগানিস্তানে অন্য দেশগুলির সেনাবাহিনীর কী অবস্থা হয়েছে তা তারা দেখেছে। তাই এই পরিস্থিতি তাদের জন্য খোলা বইয়ের মতো’।
তবে আফগানিস্তানে পরিকাঠামো নির্মাণে নয়াদিল্লির মদত প্রশংসনীয় বলে মন্তব্য করেছে জঙ্গিগোষ্ঠীটি। শাহিন বলেন, ‘তারা (ভারত) আফগানিস্তানের মানুষকে সাহায্য করছে। পরিকাঠামো নির্মাণেও মদত দিয়েছে ভারত। অতীতেও তারা আফগানদের সাহায্য করছে। আমার মনে হয় এটা প্রশংসনীয়’।
তালিবানের সঙ্গে ভারতের পর্দার আড়ালে বৈঠক হওয়া নিয়ে প্রশ্ন করা হলে শাহিন বলেন, ‘আমাদের প্রতিনিধিদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের দেখা হওয়ার কথা শুনেছি তবে সঠিক জানি না। আমার জানা মতে এখনও সেরকম কোনও বৈঠক হয়নি। তবে গতকাল দোহায় আমরা বৈঠক করেছি। সেখানে ভারতের প্রতিনিধি দল উপস্থিত ছিল’।
এদিকে, আফগানিস্তানের ১১ টির বেশি প্রাদেশিক রাজধানী এখন তালিবানদের দখলে। গোটা দেশের ৭০ শতাংশের বেশি এলাকায় তালিবানি সাম্রাজ্য কায়েম করেছে তারা। এবার তাদের লক্ষ্য রাজধানী কাবুলের দখল নেওয়া। জানা গেছে, উত্তর ও দক্ষিণ ২ দিক দিয়েই কাবুল দখলের পথে এগোচ্ছে তারা। কাবুল থেকে মাত্র ৫০ কিমি দূরে আছে তারা। এখনও পর্যন্ত রাজধানী শহর নিরাপদে থাকলেও যেভাবে তালিবানরা গতি বাড়াচ্ছে তাতে তাদের কাবুল পৌঁছতে আর বেশি দিন লাগবে না।