করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য পৃথক দিন ঠিক করল কলকাতা পুরসভা। এবার থেকে কলকাতা পুরসভার ক্যাম্প গুলিতে যেদিন প্রথম ডোজ দেওয়া হবে, সেদিন দ্বিতীয় ডোজ দেওয়া হবে না। এদিন পুরসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রশাসক মণ্ডলীর সদস্য তথা কাশিপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ।
তিনি বলেন, “আমরা টিকাকরণে আরও গুরুত্ব দিতে চাইছি।” তবে দ্বিতীয় ডোজকে বেশি করে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। তাঁর কথায়, “পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কলকাতা পুরসভার ১৪৪টি ক্যাম্পে টিকাকরণ করা হয়। তবে এবার থেকে সপ্তাহে তিন দিন অর্থাৎ সোম বুধ শুক্র দেওয়া হবে দ্বিতীয় ডোজ ও মঙ্গল, বৃহস্পতি, শনিবার দেওয়া হবে প্রথম ডোজ। এতে সাধারণ মানুষেরও সুবিধা হবে।”
অতীন ঘোষ আরও জানিয়েছেন, “এতদিন দুপুর দুটো পর্যন্ত আমরা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিচ্ছিলাম, এবং তারপর প্রথম ডোজ। এতে অনেক জায়গায় সমস্যা হচ্ছিল। অনেকে এসে ফিরে যাচ্ছিলেন। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।”
তিনি এও বলেন, কোভ্যাকসিনের যোগান থাকলেও কোভিশিল্ডের সংকট রয়েছে। জেলাগুলিকে দিয়ে কলকাতার হাতে খুব কমই শিল্ড থাকছে বলে জানিয়েছেন তিনি।