Class 12 Admission: বাড়ল দ্বাদশ শ্রেণিতে ভরতির সময়সীমা, কতদিন চলবে জেনে নিন

‌দ্বাদশ শ্রেণির ভরতির সময়সীমা আরও বাড়ানো হল। আগে ১৫ আগস্ট পর্যন্ত এই সময়সীমা ছিল। এবার সেই সময়সীমা বাড়িয়ে ২০ আগস্ট করা হল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হয়েছে।

অনেক স্কুলেই এখনও পর্যন্ত একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার ভরতি প্রক্রিয়া বাকি রয়েছে। গত জুন মাসে শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল, ১৫ অগস্টের মধ্যে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার ভরতি প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু অনেক স্কুলের ক্ষেত্রেই সেই ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়ায় একটা দোলাচল কাজ করছিল। কিন্তু সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়, আগামী ২০ অগস্টের মধ্যে ভরতি প্রক্রিয়া সেরে ফেলতে হবে। সংসদের তরফে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকে ফলাফলে রিভিউয়ের জন্য ব্যস্ততা থাকায় স্কুলগুলির পক্ষে দ্বাদশে ভরতি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। সেই কারণেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।

এর আগে মাধ্যমিকে ফল প্রকাশের আগেই একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার ভরতি প্রক্রিয়া শেষ করতে বলেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা পরিস্থিতিতে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার কোনও পরীক্ষা এবারে হয়নি। তাই ভরতি প্রক্রিয়া আগেভাগে শেষ করে রাখতে বলেছিল সংসদ। কিন্তু উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। অনেক স্কুলে উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশ নিয়ে চরম অসন্তোষ দেখা দেয়। এরপর বিদ্যাসাগর ভবনের সামনে গিয়েও বিক্ষোভ দেখান অনেক পড়ুয়ারা। পরিস্থিতি বিবেচনা করে মানবিক কারণে একশো শতাংশ পাশের ঘোষণা করেন সংসদ সভানেত্রী মহুয়া দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.