নাইট কার্ফু-সহ রাতের কলকাতায় পুলিশের উপস্থিতি দেখতে রাস্তায় নামলেন নগরপাল সৌমেন মিত্র। বুধবার গভীর রাতে আগাম খবর ছাড়াই, আচমকা পরিদর্শনে বেরিয়ে পড়েন নগরপাল। রাত ২টো নাগাদ পার্কস্টিট থেকে বেরিয়ে মিন্টো পার্ক, শরৎ বসু রোড, হাজরা, তারাতলা-সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। খতিয়ে দেখেন ইএম বাইপাসের ট্রাফিক এবং নিরাপত্তা ব্যবস্থাও।
করোনা মোকাবিলায় নাইট কার্ফুতে জোর দেওয়া হচ্ছে। রাত ৯টার পর শহরের বিভিন্ন রাস্তায় নাকা চেকিং চালানো হচ্ছে। শহরবাসীকে আশ্বস্ত করতে পুলিশকে রাস্তায় থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই নির্দেশ কতটা মানছেন পুলিশকর্মীরা এবং নিরাপত্তা ব্যবস্থার বাস্তুব চিত্রটা সরেজমিনে দেখতেই আচমকা নগরপালের এই পরিদর্শন বলে মনে করা হচ্ছে। গভীর রাতে তিন ঘণ্টার বেশি সময় ধরে তিনি শহরের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করেন।
গতমাসে ময়দানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুষ্কৃতীদের হাতে আহত হয়েছিলেন এক প্রাতর্ভ্রমণকারী। ওই ঘটনার পর ১৮ জুলাই ময়দান চত্বরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সাদা পোশাকে সাইকেলে চালিয়ে ময়দান চত্বরে পৌঁছে গিয়েছিলেন তিনি। সাইকেলে চেপে ভোরের নিরাপত্তা দেখার পর এ বার গাড়িতে চেপে রাতের নিরাপত্তা দেখলেন নগরপাল।