নটিংহ্যাম টেস্টের প্রথম একাদশ থেকে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়ে বুদ্ধিমানের মতো কাজ করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনটাই দাবি টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার ভেঙ্কটপতি রাজুর। বিদেশে এক স্পিনারে মাঠে নামার ক্ষেত্রে কম্বিনেশনের স্বার্থে এমন কঠিন সিদ্ধান্ত মাঝে-মধ্যে নিতে হয় বলে মেনে নিলেও রাজু এক্ষেত্রে উদাহরণ টানেন সৌরভের পদক্ষেপের। প্রাক্তন তারকা জানান, যখন হরভজন ভালো খেলছিলেন, তখন সৌরভ কুম্বলেকে বসিয়ে ভাজ্জিকে সুযোগ দিতেন। ফলে কুম্বলেকেও অশ্বিনের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে একসময়।
এএনআইকে রাজু বলেন, ‘যাঁরাই ক্রিকেট ফলো করেন, তাঁদের নিজস্ব মতামত থাকতে পারে। তাই নয় কি? যদি কেউ ৪০০ উইকেট নিয়ে থাকে এবং সে সুযোগ না পায়, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এক্ষেত্রে টিম ম্যানেজমেন্টই ভালো বিচার করতে পারবে। ইংল্যান্ড (ট্রেন্ট ব্রিজে) কোনও স্পিনার ছাড়াই মাঠে নামে এবং ভারত চার পেসার ও একজন স্পিনার খেলায়।’
পরক্ষণে প্রাক্তন তারকা বলেন, ‘এই নিয়ে বিস্তর আলোচনা চলছে। জাদেজা একজন অল-রাউন্ডার হিসেবে দলে ঢোকে। যখনই আপনি বিদেশে খেলতে যান, একজন স্পিনারে দল সাজানো সমস্যা হয়ে দেখা দেয়। যখন হরভজন ভালো খেলছিল, তখন সৌরভ ওকে অগ্রাধিকার দেয়। ফলে কুম্বলেকেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। যেহেতু অশ্বিন একজন উইকেটটেকিং বোলার, আমাদের সবার মনে হয়েছে ওর প্রথম একাদশে সুযোগ পাওয়া উচিত ছিল। অশ্বিনের সবসময় প্রথম পছন্দের স্পিনার হওয়া উচিত।’