স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১ পুনরায় শুরু হবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। হাতে এক মাসের বেশি সময় থাকলেও আমিরশাহি লেগের জন্য শুরু হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের তোড়জোড়। সিএসকের ক্রিকেটাররা একে একে ইতিমধ্যেই চেন্নাইয়ে পৌঁছতে শুরু করেছেন। মঙ্গলবারই চেন্নাইয়ে পা দিলেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি।
আইপিএল ২০২১-এর প্রথমার্ধে ধোনির সঙ্গে ছিলেন না সাক্ষী ও জিভা। তবে এবার আর একা চেন্নাই শিবিরে যোগ দেননি মাহি। সঙ্গী হয়েছেন স্ত্রী ও কন্যা।
সিএসকের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ধোনির চেন্নাইয়ে পৌঁছনোর খবর জানানো হয় অনুরাগীদের। তবে তার আগেই সস্ত্রীক ধোনির চেন্নাই বিমানবন্দর থেকে বেরিয়ে আসার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
আইপিএলের জন্য আগামী ১৩ অগস্ট চেন্নাই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ধোনিদের। যদিও ফ্র্যাঞ্চাইজি এখনও আমিরশাহিতে পা দেওয়ার অনুমতি পায়নি। চেন্নাই সিইও কাসি বিশ্বনাথন এপ্রসঙ্গে বলেন যে, ‘আমিরশাহিতে অবতরণের জন্য আমাদের অনুমতি দরকার। যদিও এখনও পর্যন্ত আমরা তা পাইনি।’
বিশ্বনাথন এও জানিয়েছেন যে, শুধু মাত্র ক্রিকেটাররাই নন, যে বিমানে চেন্নাই সুপার কিংস দুবাইয়ে উড়ে যাবে, তার কর্মীরাও ইতিমধ্যেই চেন্নাইয়ে এসে পৌঁছেছেন এবং তাঁরা কোয়ারান্টাইনে রয়েছেন