গুরুতর অসুস্থ নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। আপাতত জীবন যুদ্ধের সঙ্গে লড়াই করছেন নিউজিল্যান্ডের প্রাক্তন এই অধিনায়ক। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্তে অসুস্থ হয়ে হাসপাতালের লাইফ সাপোর্ট ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। গত সপ্তাহে ক্যানবেরায় তাঁর হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দিয়েছিল। তারপর থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তাঁকে এলএসইউ-তে রাখা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই তাঁর আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় সকলেই বিশেষ বার্তা দিচ্ছেন।
ক্রিস কেয়ার্নসের ইতিমধ্যেই বেশ কয়েকটা অপারেশন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছ তিনি সে ভাবে সাড়া দিচ্ছেন না। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁকে খুব শীঘ্রই সিডনিতে নিয়ে আসা হবে। সেখানেই বিশেষ চিকিৎসকের মতামত নিয়ে তাঁর স্পেশাল চিকিৎসা চলবে। নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডারের বয়স বর্তমানে ৫১ ছুঁয়েছে। ক্রিস কেয়ার্নস হলেন প্রাক্তন ক্রিকেটার ক্রিকেটার ল্যান্স কেয়ার্নসের পুত্র। ক্রিস নিজেও একজন অসাধারণ অলরাউন্ডার ছিলেন। ডানহাতি ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি তিনি মিডিয়াম পেস বোলিংও করতেন। তিনি একটা সময় কিউয়িদের বড় ভরসা ছিলেন।
ক্রিস কেয়ার্নস নিউজিল্যান্ডের জার্সিতে ১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেছেন। নিউজিল্যান্ডের হয়ে তিনি ৬২ টেস্ট ম্যাচ, ২১৫টি একদিনের ম্যাচ এবং জোড়া টি-২০ ম্যাচ খেলেছেন। একটা সময় ক্রিস কেয়ার্নসের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। যদিও ২০১৫ সালে লন্ডন আদালত তাঁকে এই মামলা থেকে অব্যহতি দিয়েছিল। বর্তমানে গোটা ক্রিকেট মহল ক্রিস কেয়ার্নসের আরোগ্য কামনা করছেন।